আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় দেড় লক্ষ টাকা ছিনতাই
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুড়িয়া : আগ্নেয় অস্ত্র দেখিয়ে প্রায় দেড় লক্ষ টাকা ছিনতাই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় । জানা যায় জামুড়িয়ার এক তেল মিলের ব্যবসায়ী রাজেশ দোকানীয়ার কর্মচারী বারাবনি এলাকা থেকে গিয়েছিলেন টাকা আনতে ,ঘটনা সূত্রে জানা যায় আজ প্রায় একটা থেকে দেড়টা নাগাদ বারাবনি থেকে কালেকশন করে নিয়ে আসার সময় বারাবনি এরিয়া ছাড়তে জামুরিয়া ধুয়াডাঙ্গা সংলগ্ন ফাঁকা রাস্তার ধারে আগ্নেয় অস্ত্র দেখিএ দেড় লক্ষ টাকা চিন্তায় করে নেই ۔ এবং জানা যায় প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল তারই সাথে যে মোটরসাইকেলে এসেছিল সেই মোটরসাইকেলে কোন নাম্বারও ছিল না ۔l




বেশ কিছুদিন আগে ঠিক একই ঘটনা ঘটে জামুড়িয়া তালতোড় মোড়ের সামনে , যদিও সে ব্যাপারে পুলিশ সূত্রে জানা যায় সেই আসামি নাকি পাওয়া গিয়েছে ۔
পুনরায় আজ এ ঘটনায় জামুরিয়া ব্যবসায়ী মহলদের মনে দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়েছে !