আসানসোলে ডায়াবেটিস দিবস উপলক্ষে মানুষকে সচেতন করতে পদযাত্রা
বেঙ্গল মিরর, আসানসোলে : আজ ওয়াল্ড ডায়াবেটিস দিবস।তাই এই উপলক্ষে মানুষকে সচেতন করতে এক সংস্থার উদ্যোগে পদযাত্রা করা হল।সোমবার আসানসোলের রবীন্দ্রভবনে সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।বেলুন উড়িয়ে এই পদযাত্রার সূচনা করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম।উপস্থিত ছিলেন আসানসোল শিল্পাঞ্চলের বিশিষ্ট চিকিৎসকরা।এই পদযাত্রা রবীন্দ্রভবনে সামনে থেকে শুরু হয়ে কোর্ট মোড়ে এনসিসি ময়দানে শেষ হয়েছে।এই পদযাত্রার মাধ্যমে মানুষকে ডায়াবেটিস বিষয়ে সচেতন করা হয়েছে।
পুলিশ কমিশনার নিজেও এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন।জানাচ্ছেন পুলিশ কর্মীদের মধ্যেও ডায়বেটিক নিয়ে সচেতনতা সম্পর্কে প্রচার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এদিনের কর্মসূচির মূল আয়োজকদের মধ্যে অন্যতম চিকিতসক সত্র্যাজিত রায় জানাচ্ছেন,১৯২২ সালের ১৪ নভেম্বর ইনসুলিনের আবিস্কারক চিকিতসক স্যার ফ্রেডরিক বেন্টিং এর জন্মদিন।২০০৬ সালে রাষ্ট্রসংঘ এই দিনটিকে বিশ্ব ডায়বেটিস দিবস হিসাবে চিনহিত করে।
ওই চিকিতসকের মতে ডায়বেটিস নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার।ইন্টারন্যাশানাল ডায়বেটিস ফেডারেশন এর দেওয়া তথ্য অনুযায়ী গোটা বিশ্বে প্রায় ৫৩৭ মিলিয়ন বাসিন্দা ডায়বেটিসে আক্রান্ত।এই রোগ প্রতিরোধে অন্যতম উপায় হচ্ছে সচেতন থাকা।তাছাড়াও নিয়মিত শরীরচর্চার প্রয়োজন হয় এই রোগের হাত থেকে রক্ষা পেতে।