আসানসোলে বালি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : এবার আসানসোলে বালি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল একজনের। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা বাইপাসে সোমবার সকালে এই দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জানা গেছে একটি বালি বোঝাই গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম গরীবন ধারি৷ তার বাড়ি আসানসোলের ঘুসিক ধারি পাড়ায়। আসানসোল দক্ষিন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ দেখা যায়। অন্যদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এই ঘটনা নিয়ে নিশানা করেছেন।




স্থানীয় মানুষের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন সকালে ওই ব্যক্তি একটি সাইকেল নিয়ে যাচ্ছিলেন, এমন সময় ডামরা বাইপাসে একটি ভারী বালি বোঝাই যান তাদের ধাক্কা মারে যার ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি টুইট করেছেন যে বালি মাফিয়া আজ আরেকটি জীবন নিয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে বার্নপুরের দুই তৃণমূল কর্মী বালি বোঝাই গাড়ির ধাক্কায় নিহত হওয়ার পর তা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়, এরপর কয়েকদিন ধরে বার্নপুরে বালি পরিবহন বন্ধ ছিল।একইসঙ্গে কালী পাহাড়ী ও ডামরা এলাকায় বালি উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে।
- बर्नपुर : मां मंगलमयी काली मंदिर के पास जमीन विवाद, स्थानीय लोग हीरापुर थाने पहुंचे
- ADDA द्वारा पुलिस लाइन और हीरापुर थाना परिसर में विकास कार्यों का शिलान्यास
- আড্ডার আর্থিক অনুদানে বার্নপুরে পুলিশ ট্রেনিং সেন্টার ভিত্তিপ্রস্তর
- विद्यालय के सर्वांगीण विकास में प्रशिक्षु शिक्षकों की महत्वपूर्ण भूमिका
- বার্নপুরে ভর সন্ধ্যায় গুলিবিদ্ধ জমি কারবারি, তদন্তে পুলিশ, চাঞ্চল্য