জামুড়িয়া শিল্প তালুকে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুড়িয়া : জামুড়িয়া শিল্প তালুকের শেখপুর এলাকায় অবস্থিত গিরিধন মেটাল প্রাইভেট লিমিটেড নামক এক স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি গেটে চলা বিক্ষোভের সময় বিক্ষোভকারী ও ফ্যাক্টরি কর্তৃপক্ষ মধ্যে ইটপাটকেল ছোরাকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় ফ্যাক্টরি চত্বর লাগোয়া এলাকায়। বিষয়টি লক্ষ্য করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে বিক্ষোভকারীদের। এই ঘটনায় অল্পবিস্তার আহত হয় বেশ কয়েকজন বিক্ষোভকারী বলেই দাবি। ঘটনা প্রসঙ্গে জানা যায় জামুড়িয়ার আখল্পুর গ্রামের বেশ কিছু বাসিন্দা তাদের জমির বদলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে ফ্যাক্ট্রী কর্তৃপক্ষকে জমি প্রদান করে,
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/11/Screenshot_20221115_110702-e1668491145344-500x269.jpg)
জানা গেছে প্রায় ৩০ জনকে চাকরি দেওয়ার কথা ছিল প্র্যাকটি কর্তৃপক্ষের যদিও সেই চাকরি দেওয়ার প্রতিশ্রুতি একটি কর্তৃপক্ষ রাখেনি বলেই দাবি, কয়েক মাস ধরে তারা গ্রামবাসীদের কাজের বদলে মাসিক টাকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছিল, বিক্ষোভকারীদের দাবি ইদানিং সেই টাকা দেওয়া বন্ধ করায় বিক্ষোভকারীরা গত দশ দিন ধরে তাদের দাবি আদায়ের জন্য ফ্যাক্টরি গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। মঙ্গলবার সকালে বিক্ষোভ চলার সময় হঠাৎই বিক্ষোভকারীদের লক্ষ্য করে ফ্যাক্টরির ভেতর থেকে ইট করা হয় বলে অভিযোগ, আর এই ঘটনার পরই বিক্ষোভকারীরাও ফ্যাক্টরি লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে বলেই জানা যায়।
এই বিষয়ের লক্ষ্য করেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এই ঘটনার প্রেক্ষিতে মৃদুল লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় বলেই জানা যায়, যদিও বিক্ষোভকারীদের দাবি পুলিশ তাদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া নয় তাদের ওপর বেপরোয়াভাবে লাঠি চালিয়ে মহিলাদেরও মারধর করে বলেই দাবি করে তারা। এই ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে আসলে পুলিশের বিশাল বাহিনী এসে পৌঁছেছে।