ASANSOLKULTI-BARAKAR

অবৈধ লটারী টিকিটের রমরমা কারবার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ডিয়ার লটারীর নামে জাল টিকিটের রমরমা কারবার কুলটি ব্লকে। প্রশাসন নীরব দর্শক।আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।বাজারে ডিয়ার ছয় টাকা মূল্যের লটারি টিকিটের আড়ালে চলছে ঝাড়খন্ড লটারি নামে অবৈধ ব্যবসা।বেশি কমিশনের আসায় ফাঁদে পা দিচ্ছেন লটারি বিক্রেতারা। অভিযোগ বৈধলটারি ডিয়ার তার প্রতি টিকিটের মূল্য ছয়টাকা কিন্তু এই ঝাড়খন্ড নামে লটারীর মূল্য ১০টাকা প্রতি টিকিটে।এবং এই ঝাড়খন্ড লটারি টিকিট ১টির মধ্যে তিনসেম, পাঁচসেম, দশ, পনেরো, কুড়ি সেম বলে বাজারে বিক্রি হচ্ছে বলে খবর ।এবং গ্রাহকদের পুরুস্কার বেশি লোভে গ্রাহকরা বেশি এই ঝাড়খন্ড লটারি ক্রয় করছে বলে খবর

।তবে ডিয়ার বৈধ লটারীর পুরুস্কার লাগলে যেমন যেকোনো লটারি এজেন্সিতে পাওয়া যাবে সে ক্ষেত্রে এই ঝাড়খন্ড নামে লটারি পুরুস্কার যে লটারি বিক্রেতার কাছে ক্রয় করবে সেই লটারি বিক্রেতা পুরুস্কার দেবে অন্য কোনো লটারি বিক্রেতা এই পুরুস্কার দেবেনা বলে জানা যায় ।এই ঝাড়খন্ড লটারি দিনে বৈধ লটারি তিনবার যেমন খেলা হয় সেইরকম খেলা হয়।এবং বৈধ লটারি টিকিটের রেজাল্ট ব্যবহার করা হয়।ঝাড়খন্ড লটারি টিকিটের কোনো আলাদা রেজাল্ট নেই।ফলে ডিয়ার বৈধ লটারীর রেজাল্ট ব্যবহার হয়।তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কোনো কর ছাড়াই অবৈধ ভাবে কুলটি ব্লকের বিভিন্ন বাজার ও এলাকায় চলছে এই অবৈধ লটারীর রমরোমা কারবার।নিয়মতপুর,কুলটি, বিভিন্ন এলাকায় এই কারবার রমরোমিয়ে চলছে।এবং এই ঝাড়খন্ড অবৈধ লটারীর কোড সংখ্যা আছে বিএস ২, বিএস ৪, বিএস ৬, এস আর আই পভীতি, আর

এই নিয়ে কুলটি ব্লকের বিজেপি নেতৃত্ব টিঙ্কুবর্মা সরাসরি এর জন্য প্রশাসন ও শাসকদল নেতৃত্বের দিকে আঙ্গুল তুলেছেন।টিঙ্কু বর্মা বলেন এই ঝাড়খন্ড লটারি টিকিট কেটে প্রতিদিন দিন আনা দিন খাওয়া শ্রমিক মজদুর সর্বশান্ত হচ্ছে এই বিষয় টি নিয়ে নিয়মতপুর ফাঁড়িতে দিন কয়েক আগে ডেপুটেশন দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং পুলিশ আশ্বাস ও দিয়েছেন।কিন্তু এখনো এই ঝাড়খন্ড লটারি টিকিটের কারবার বন্ধ হয়নি।রমরমিয়ে চলছে এই কারবার।এবং সবটাই শাসকদল ও পুলিশের মদত রয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা টিঙ্কু বর্মা।একই সাথে কুলটি ব্লক তৃর্ণমুল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায় এই অবৈধ ঝাড়খন্ড লটারি প্রসঙ্গে বলেন এই ঝাড়খন্ড নামে যে লটারি আমরা খবর নিচ্ছি এবং আমরা প্রশাসন কে গিয়ে বলবো যেন এই ঝাড়খন্ড লটারি টিকিট বিক্রি যেন বন্ধ হয়।এখন দেখার এই অবৈধ ঝাড়খন্ড লটারি নামে বাজারে বিক্রি হচ্ছে তার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেই সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *