ASANSOL

আসানসোলের বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ গড়াই প্রয়াত

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : প্রয়াত হলেন আসানসোলের বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ গড়াই(১৯৪৪-২০২২)। গত ১৯ শে নভেম্বর ২০২২ ভোর ৩:১০ সময় বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর জানা মাত্র সমাজের বিভিন্ন স্তরের মানুষজন এসে তাকে শ্রদ্ধাজ্ঞাপন করেন। রাজ্যের আইনমন্ত্রী ও আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক এসে তাকে শেষ শ্রদ্ধাঞ্জলী জানান।

ষষ্ঠী নারায়ণ গড়াই এর জ্যেষ্ঠ পুত্র ভোলানাথ গড়াই তার সমাজ সেবার পদাঙ্ক অনুসরন করে বিভিন্ন সামাজিক ক্রিয়া কর্মের সঙ্গে যুক্ত ছিলেন ।
লায়ন্স ক্লাব,সেন্ট জনস্ অ্যাম্বুলেন্স এর তিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন।আসানসোলের হোমিওপ্যাথি কলেজ স্থাপন করতে তিনি আর্থিক সহযোগিতা করেছিলেন ।
ইসকন, হিন্দু মিলন মন্দির, গৌড়ীয় মঠ, ভারত সেবা সংঘের মতো বিভিন্ন সংস্থাগুলির সঙ্গে তিনি যুক্ত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *