বারাবনিতে তৃনমুল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
রাজ্যের মন্ত্রী ও বিধায়কের নামে বিরোধী দলনেতার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ
বেঙ্গল মিরর, আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ রাজ্যের বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতি মন্ত্রী বীরবাহা হাঁসদা ও বিধায়ক দেবনাথ হাঁসদা এবং আদিবাসী সমাজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আসানসোলের বারাবনিতে মিছিল করলো তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল করা হয়। বারাবনি রেল গেট থেকে শুরু হওয়া এদিনের মিছিলে আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং, জেলা পরিষদের সদস্য পুজা মাড্ডি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই মিছিল গিয়ে শেষ হয় দোমহানি বাজার মোড়ে এসে। এই মিছিলের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের নেতৃত্বরা।
- দামোদর নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ
- সিজানো পরবের পরে গ্রামে ডায়রিয়ার প্রকোপ ! ২৭জন ভর্তি হাসপাতালে
- Mahakumbh का चमत्कार, 15 साल बाद लौटी याददाश्त, कोडरमा का अर्जुन वापस मिला परिवार से
- আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি
- ছাত্র যুব ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে দশম বার্নপুর রোড রেস