বারাবনিতে তৃনমুল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
রাজ্যের মন্ত্রী ও বিধায়কের নামে বিরোধী দলনেতার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ
বেঙ্গল মিরর, আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ রাজ্যের বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতি মন্ত্রী বীরবাহা হাঁসদা ও বিধায়ক দেবনাথ হাঁসদা এবং আদিবাসী সমাজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আসানসোলের বারাবনিতে মিছিল করলো তৃণমূল কংগ্রেস।



বৃহস্পতিবার বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল করা হয়। বারাবনি রেল গেট থেকে শুরু হওয়া এদিনের মিছিলে আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং, জেলা পরিষদের সদস্য পুজা মাড্ডি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই মিছিল গিয়ে শেষ হয় দোমহানি বাজার মোড়ে এসে। এই মিছিলের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের নেতৃত্বরা।

- Asansol विश्व आध्यात्मिक गुरु श्री श्री रविशंकर जी ने श्री श्री अकैडमी स्कूल के विद्या धारा कार्यक्रम को संबोधित किया
- ধানবাদ জেলে শুট আউট, গুলিতে ঝাঁঝরা কুখ্যাত গ্যাংস্টার আমন সিং, গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য
- Fossils : Asansol Utsav उमड़े दर्शक, पुलिस के छूटे पसीने, Bengal Mirror के साथ एक लाख से अधिक लोगों ने देखा
- SAIL में हड़ताल के सिवा कोई रास्ता नहीं : सेन
- SAIL যদি শ্রমিক বিরোধী নীতির পরিবর্তন না আনে, ধর্মঘটের দিকে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই