সেফ ড্রাইভ সেভ লাইফ ” র প্রচার, হিরাপুর থানার উদ্যোগে বার্ণপুরে সচেতনতার রেলি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* ” সেফ ড্রাইভ সেভ লাইভ” স্লোগানের মধ্যে দিয়ে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে নিয়মিত ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হচ্ছে। বৃহস্পতিবার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানা পুলিশের তরফে ” সেফ ড্রাইভ সেভ লাইফ”র প্রচারে থানার সামনে একটি সচেতনতা র্যালি বার করা হয়।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/11/IMG-20221124-WA0042-500x272.jpg)
এই রেলিতে আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ঈপ্সিতা দত্ত, সিআই শিবনাথ পাল, হিরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায় , ট্রাফিক গার্ড ইনচার্জ বিনয় লায়েক সহ অন্যান্য পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও সাধারণ মানুষেরা অংশ নেন। র্যালিটি হিরাপুর থানা থেকে শুরু হয়ে ময়দান, স্টেশন রোড, ত্রিবেণী মোড়, বার্নপুর বাসস্ট্যান্ডে হয়ে আবার হিরাপুর থানায় এসে শেষ হয়।
- Burnpur Road Race 2025 : आकाश राय एवं संध्या यादव, बिक्रम बाउरी और अदिति रजक प्रथम
- Asansol : चिटफंड के नाम पर विभिन्न राज्यों से करोड़ों की ठगी !
- পশ্চিম বর্ধমান জেলায় ৮৭ টি কেন্দ্র, ৩১ হাজারেরও বেশি পরীক্ষার্থী
- गुलाम सरवर की आवाज को नहीं होने दूंगा खामोश : जीतू सिंह
- BGBS 2025 : Durgapur एयरपोर्ट में JSW ग्रुप करेगा निवेश