সেফ ড্রাইভ সেভ লাইফ ” র প্রচার, হিরাপুর থানার উদ্যোগে বার্ণপুরে সচেতনতার রেলি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* ” সেফ ড্রাইভ সেভ লাইভ” স্লোগানের মধ্যে দিয়ে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে নিয়মিত ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হচ্ছে। বৃহস্পতিবার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানা পুলিশের তরফে ” সেফ ড্রাইভ সেভ লাইফ”র প্রচারে থানার সামনে একটি সচেতনতা র্যালি বার করা হয়।














এই রেলিতে আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ঈপ্সিতা দত্ত, সিআই শিবনাথ পাল, হিরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায় , ট্রাফিক গার্ড ইনচার্জ বিনয় লায়েক সহ অন্যান্য পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও সাধারণ মানুষেরা অংশ নেন। র্যালিটি হিরাপুর থানা থেকে শুরু হয়ে ময়দান, স্টেশন রোড, ত্রিবেণী মোড়, বার্নপুর বাসস্ট্যান্ডে হয়ে আবার হিরাপুর থানায় এসে শেষ হয়।
- Asansol होकर Sealdah – Banaras Amrit Bharat Express टाइम टेबल जारी, उद्घाटन जल्द
- Asansol : 1.74 करोड़ के हाइड्रेन निर्माण कार्य का शिलान्यास
- আসানসোল পুরনিগম এলাকায় হাইড্রেন তৈরির কাজের শিলান্যাস
- কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক তরজা, সমালোচনায় সরব তৃনমুল
- আসানসোলে সব পেয়েছির আসরের তিনদিনের শারীর শিক্ষণ শিবির


