৮৫টন অবৈধ কয়লা সহ ১৩ জন গ্রেফতার
বেঙ্গল মিরর, আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* ৮৫ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করার পাশাপাশি ১৩ কয়লা চোরকে গ্রেফতার করলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ। বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, গোপন সূত্রের খবর পেয়ে বুধবার রাতে ভাটাশ কোলিয়ারি সংলগ্ন জঙ্গলে হানা দেয় বারাবনি থানার পুলিশ। জঙ্গল থেকে ৮৫ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। একইসঙ্গে সেখান থেকে ১৩জন গ্রেফতার করে বারাবনি থানার পুলিশ।




ধৃতদেরকে বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা আদালতে পাঠিয়ে পুলিশ তাদের পাঁচ দিনের হেফাজত চায়। সেইমতো বিচারক তাদের জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোলিয়ারি এলাকা থেকে কয়লা চুরি করে জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিলো। রাতেই এই কয়লা অন্যত্র পাচার করার পরিকল্পনা নেওয়া হয়েছিলো। কিন্তু তারই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সেই কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে।
- আসানসোলে সিবিআইয়ের অভিযান, মানব পাচারের অভিযোগে দম্পতি গ্রেফতার, চাঞ্চল্য
- অবৈধভাবে পুকুর ভরাটের জেরে এলাকার বিস্তীর্ণ অংশের নালী নর্দমার জল বাড়ি ঘরে ঢুকে, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
- Asansol RAILPAR में CBI रेड, मानव तस्करी मामले में दंपति गिरफ्तार
- রানিগঞ্জে আটক বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ
- আসানসোলে কংগ্রেসের রাস্তা অবরোধ, বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ