আসানসোলের প্রবীণ বিজেপি নেতা এসএন লাম্বা প্রয়াত
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : প্রয়াত হলেন আসানসোলের প্রবীণ বিজেপি নেতা সুরেন্দ্রনাথ ( এসএস) লাম্বা। রাজনৈতিক মহলে তিনি লাম্বাদা বলে পরিচিত ছিলেন ।আসানসোলের প্রবীণ বিজেপি নেতা সুরেন্দ্রনাথ লাম্বার মৃত্যুতে বিজেপি কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/11/IMG-20221124-WA0117-414x500.jpg)
সাংসদ সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া, বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, মিঠু ওরপে সুব্রত ঘাঁটি, আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলরদের দলনেত্রী চৈতালি তিওয়ারি সহ সমস্ত নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিজেপি ট্রেডার্স সেলের রাজ্য কো – কনভেনার বা সহ আহ্বায়ক সুব্রত ওরফে মিঠু ঘাঁটি বলেন যে এসএন লাম্বার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিজেপি এখানে তাদের একজন অভিভাবককে হারাল।
- चेंबर की पिकनिक, ट्रेड फेयर को सफल बनाने पर जोर, उद्घाटन 8 को
- দামোদর নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ
- সিজানো পরবের পরে গ্রামে ডায়রিয়ার প্রকোপ ! ২৭জন ভর্তি হাসপাতালে
- Mahakumbh का चमत्कार, 15 साल बाद लौटी याददाश्त, कोडरमा का अर्जुन वापस मिला परिवार से
- আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি