BARABANI-SALANPUR-CHITTARANJAN

খিচুড়ি প্রসাদ বিতরণ করলন বিধায়ক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের বাসুদেব পুর জেমারী গ্রাম পঞ্চায়েতের আমঝরিয়া মুক্তিধাম স্মশান কালীপূজা কমিটি পরিচালনায় চার দিবসীয় অনুষ্ঠানের সমাপন হল শনিবার।এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় ।
স্বশান কালি পূজা উপলক্ষে
চারদিবাসীয় এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় ২৩ শে নভেম্বর
প্রথম দুই দিন লীলা কীর্তন সন্ধ্যা সমাপন এর পর তৃতীয় দিনে কবি গান ও চতুর্থ দিন বাউল গান সহ জি বাংলা খ্যাত শিল্পী চিন্ময় সরকার এর সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।


তাছাড়া এদিন মন্দির কমিটির তরফে খিচুড়ি প্রসাদ এর বিতরণ করা হয় ।প্রসাদববিত্রন করেন বিধায়ক নিজেই।
অনুষ্ঠানে উপস্থিত মেয়র বিধান উপাধ্যায় কালিমাতার মন্দিরে প্রণাম করে সকলের মনস্কামনয় জানান যে আমি আপনাদের ঘরের ছেলে কোন বিধায়ক বা মেয়র নয় তাই সকলে আমাকে ঘরের ছেলে মনে করে রাখবেন আপনাদের সবসময় সাথে আছি যেকোন সুবিধা অসুবিধা আমাকে জানাবেন আমি উপস্থিত হব। তাছাড়া তিনি এই মন্দির এর জন্যে সাবমার্সেল ,হাইমাস্ক ,একটি অফিস ঘর ,শ্মশান ঘাট এর নির্মাণ আগেই করেছেন ।
মন্দির কমিটির তরফে অমল তেওয়ারি জানান মুক্তিধৰ্ম কমিটির পরিচালনায় প্রতি অনবসায় মন্দিরে মধের পূজা ও প্রসাদ বিতরন হয়ে থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *