KULTI-BARAKAR

দীর্ঘ ২০বছর পর পুরান্ডি গ্রামে ঢালাই রাস্তার শিল্যানাস, খুশি এলাকাবাসী

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-দীর্ঘ ২০বছর পর কুলটি বিধানসভার অন্তর্গত ১৬নম্বার ওয়ার্ডে পুরান্ডি গ্রামে রাস্তা ঢালাই এর কাজের সূচনা হল ।এই গ্রামের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল একটি পাকা রাস্তার যা আজকে পেল । খুশি এলাকা বাসী । সোমবার দিন এই গ্রামের রাস্তার ফিফটিন এফ সি ফান্ড থেকে মুনমুন মুখার্জির প্রচেষ্টায় এই রাস্তা প্রায় ১১ লক্ষ টাকা ব্যয় করে ৫০০ মিটার ঢালাই রাস্তার শিল্যানাস হয় ।শিল্যান্যাস করলেন আসানসোল পৌর নিগমের এমএইসি ইন্দ্রানী মিশ্র।এদিন বাবা তিলকা মুর্মুর মূর্তিতে মাল্যদান করে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিল্যানাস করা হয়।


এদিন ইন্দ্রানী মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলার মুনমুন মুখার্জি সহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত এবং তৃণমূল কংগ্রেস নেতা মনোজ তেওয়ারী, মহেশ্বর মুখার্জি, মোহিত মণ্ডল সহ আরো অনেকে। এদিন কাউন্সিলার মুনমুন মুখার্জি বলেন বহুদিনের অপেক্ষা অবসান ঘটলো এই গ্রামের মানুষের।দীর্ঘ ২০বছর ধরে পুরান্ডি গ্রামে মানুষের একটাই চাহিদা ছিলো এই রাস্তার। তাই প্রায় ১১লক্ষ টাকা দিয়ে রাস্তার ঢালাই কাজের শিল্যানাস করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *