আসানসোলের সমস্যার সমাধানে করা হবে কাজ, খতিয়ান তুলে ধরলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধান সভা কেন্দ্রের সমস্যার সমাধানে করা হবে উন্নয়নমুলক কাজ। বৃহস্পতিবার দুপুরে আসানসোলের সেনরেল রোডের কন্যাপুরে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা গেষ্ট হাউসের কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে সেই কাজের খতিয়ান তুলে ধরলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা।




আসানসোল শহরের দীর্ঘদিনের সমস্যা হল আসানসোলের এসবি গরাই রোডে আসানসোল কোর্ট চত্বরের কাছে লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিং থাকায় দিনভর ট্রেন চলাচলের কারণে এই গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট হয় । এই রাস্তায় আছে সরকারি ও বেসরকারি ৭ টি স্কুল। আছে আসানসোল জেলা হাসপাতাল, বেসরকারি হাসপাতাল এবং আসানসোল জেলা আদালত ।আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ৯ মাস আগে বিপুল ভোটে জিতে আসা তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা লেভেল ক্রসিংয়ে রেল ওভারব্রিজ বা আরওবি করার জন্য রেলের কাছে আবেদন জানিয়েছিলেন। তার সেই আবেদনের ভিত্তিতে দক্ষিণ-পূর্ব রেল সমীক্ষা করে ও নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে। সরকারি নিয়মে এই ধরনের কোনও রেল ওভার ব্রিজ করতে গেলে রাজ্য সরকারের যেমন অনুমতি লাগে তেমনই খরচের পঞ্চাশ শতাংশ রাজ্য সরকারকে দিতে হয়। রাজ্য সরকার তাতে সবুজ সংকেত দিয়েছেন বলে সাংসদ দাবি করেন।
এদিনের সাংবাদিক সম্মেলনে রেলের পক্ষ থেকে দেওয়া এই বিষয় একটি চিঠিও পড়ে শোনান সাংসদ শত্রুঘ্ন সিনহা। একই সঙ্গে আসানসোল থেকে নয়া দিল্লি পর্যন্ত রাজধানীর মতো একটি বিশেষ ট্রেন চালু করা সহ একাধিক ট্রেনের দাবি এবং আমেদাবাদ, মুম্বাই ও পুনাতে যে বাই উইকলি ট্রেন গুলি চলে সেগুলি নিয়মিত প্রত্যেকদিন চালানোর তিনি দাবি জানিয়েছেন।
এছাড়াও বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসানসোল, পাণ্ডবেশ্বর ও জামুরিয়া এলাকায় বেশ কয়েকটি জায়গায় নতুন ভবন, রাস্তা নির্মাণ ও সৌর প্ল্যান্ট বসানোর জন্য সাংসদ কোটা থেকে টাকা দেওয়া হয়েছে বলে সাংসদ জানান।
তবে এদিন তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির প্রশংসা করেন। শত্রুঘ্ন সিনহা বলেন, আমি ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত এমন ২৮ জনের জন্য প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য চেয়েছিলাম। ইতিমধ্যেই ৭ জনের জন্য অর্থ প্রধানমন্ত্রী পাঠিয়ে দিয়েছেন। আমি যতদূর জানি যেখানে দেড় বা দু লক্ষ টাকা এইসব ক্ষেত্রে দেওয়া হয়। সেখানে আমার আবেদনে প্রতিটি ক্ষেত্রেই তিন লক্ষ বা তারও বেশি টাকা দেওয়া হয়েছে। হয়ত প্রধানমন্ত্রী মনে রেখেছেন যে আমি দীর্ঘদিন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী ছিলাম। এজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
আসানসোলের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতির জন্য তিনি ইতিমধ্যেই আসানসোলে একটি মেডিকেল কলেজ করার কথা যেমন ভেবেছেন, তেমনি বাইরের থেকে বেসরকারি বড় সুপার স্পেশালিটি হাসপাতাল এখানে আনা যায় কিনা তারও চেষ্টা করছেন বলে জানান। তাকে বলা হয় কেন্দ্রের টাকায় আসানসোল জেলা হাসপাতালে প্রস্তাবিত ট্রমা সেন্টার শুরুই হয়নি। একইভাবে আসানসোল ইএসআই হাসপাতালের ১০০ শয্যার ভবন তৈরি হয়ে থাকলেও কেন্দ্রীয় অনুমোদন মেলেনি। এই প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই আমি বিষয়গুলি দেখব।
একই সঙ্গে চিত্তরঞ্জন রেল কারখানার বর্তমান অবস্থা, ইসিএলের বেসরকারিকরণ, ইসিএলের বিভিন্ন কয়লাখনিতে কাজ করা নিরাপত্তা রক্ষীদের কাজ হারানোর বিষয় নিয়ে তিনি নিজে উদ্যোগ নেবেন বলে জানান।
এই সাংবাদিক সম্মেলনের তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির জেলা সভাপতি তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ,আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু ও মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়।