Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOL

হাইকোর্টে জামিন পেয়েও তিন সপ্তাহ পিছিয়ে গেলো রাজু সাহানির জেল থেকে ছাড়া পাওয়ার দিন

বর্ধমান সন্মার্গ চিটফান্ড মামলা , আরো একটি সাপ্লিমেন্টারী চার্জশিট জমা দিলো সিবিআই

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ* বর্ধমান সন্মার্গ চিটফান্ড মামলায় আসানসোল জেলা আদালতে সিজিএমের এজলাসে বুধবার আরো একটি সাপ্লিমেন্টারী চার্জশিট জমা দিলো সিবিআই। এই নিয়ে এখনো পর্যন্ত এই চিটফান্ড মামলায় তদন্ত করে তিনটি চার্জশিট আসানসোল আদালতে জমা দিলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এদিন আদালতে চার্জশিট জমা পড়ায় আসানসোল জেলে থাকা হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির বন্দী দশা তিন সপ্তাহ পিছিয়ে গেলো।
আইনজীবী খুরশিদ আলম এদিন বলেন, দুদিন আগে হাইকোর্ট রাজু সাহানিকে জামিন দিয়েছে।

তবে সেই জামিনের একটা শর্ত ছিলো যে, তিনদিনের মধ্যে এই মামলায় সিবিআই যদি কোন চার্জশিট আসানসোল আদালতে জমা দেয়, তাহলে তিনদিনের মধ্যে এই জামিন কার্যকর হবে না। সেক্ষেত্রে এই জামিন কার্যকর হবে ২১ দিন পরে। তিনি আরো বলেন, এদিন আরো একটি সাপ্লিমেন্টারী চার্জশিট সিবিআই জমা দেওয়া, রাজু সাহানি জেল থেকে মুক্তি পাবেন না। তিনি ছাড়া পাবেন ২১ দিন পরে। এদিকে এদিন যে চার্জশিট জমা দিয়েছে তা ৪০ পাতারও বেশি বলে সিবিআই সূত্রে জানা গেছে। রাজু সাহানির পাশাপাশি এই চার্জশিটে নাম রয়েছে আরো তিনজনের। যার মধ্যে অন্যতম রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ী দূর্গাপুরের বাসিন্দা সঞ্জয় সিং ও রেখা চট্টোপাধ্যায়। আরো জানা গেছে, কিভাবে এই চিটফান্ড সংস্থার টাকা লোপাট হয়েছে, তা বিস্তারিত বলা হয়েছে।


প্রসঙ্গতঃ, গত ৩ সেপ্টেম্বর বর্ধমান সন্মার্গ চিটফান্ড মামলায় সিবিআই গ্রেফতার করে রাজু সাহানিকে। তাকে ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছিলো এই মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মেয়াদ শেষে গত ৮ সেপ্টেম্বর তাকে আসানসোল জেলা আদালতে পেশ করেছিলো সিবিআই। তারপর থেকে আসানসোল জেলে রয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান।
উল্লেখ্য, এই চিটফান্ড মামলায় ২০১৪ সালে ৪ টি এফআইআর হয়েছিলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানায়। পরবর্তী কালে আদালতে নির্দেশে ২০১৮ সাল থেকে এই মামলায় সিবিআই তদন্ত শুরু করে। তারা আলাদা করে একটি মামলা করে।

বর্ধমান শহরে বর্ধমান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রণব চট্টোপাধ্যায়ের বাড়িতে এই বর্ধমান সানমার্গের দুটি সংস্থার অফিস ছিলো। অভিযোগ বেশি টাকা পাইয়ে দেওয়ার নামে এই সংস্থা বাজার থেকে প্রায় ১০০ কোটি টাকা তুলেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারে। এই সংস্থার মুল মাথা চেয়ারম্যান তথা ডিরেক্টর সৌম্যরুপ ভৌমিককে এখনো সিবিআই গ্রেফতার করতে পারেনি। সে ফেরার রয়েছে। তার নামে লুকআউট নোটিশও জারি করা হয়েছে। সিবিআই গ্রেফতার করেছিলো এই সংস্থার অন্য এক মাথা সিএস সাবাতকে। ১৮ মাস জেলে থাকার পরে হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলো। এছাড়াও পরে কয়েক মাস আগে বর্ধমান পুরসভার পুর প্রশাসক পদে থাকার সময় প্রণব চট্টোপাধ্যায়কেও সিবিআই গ্রেফতার করে। গত ১৪ আগষ্ট তাকেও হাইকোর্ট জামিন দিয়েছে। বর্ধমান শহরে যে ভাড়াবাড়িতে এই সংস্থার অফিস ছিলো সেটির মালিক প্রণব চট্টোপাধ্যায়ের স্ত্রী রেখা চট্টোপাধ্যায়ের নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *