কল্যানেশ্বরী মাতার মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই কল্যানেশ্বরী মাতার মন্দিরে এসে পুজো দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মহেশ্বর পাটিল। শনিবার সকালে ঐতিহাসিক মা কল্যানেশ্বরী মাতার মন্দিরে এসে পূজো দিয়ে গেলেন । তিনি কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন এবং পুজো দেন সঙ্গে ছিলেন জেলা সভাপতি দিলীপ দে সহ,বিধায়ক লক্ষণ ঘরুই,যুব নেতা অরিজিৎ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।
তিনি এদিনে কল্যানেশ্বরী মন্দিরের পূজা দেওয়ার পাশাপাশি মন্দির চত্বর ঘুরে দেখেন এর পর সেখান থেকে সালানপুর ব্লকের আল্লাডি গ্রামে একটি জন সভা করেন। সভা শেষে চিত্তরঞ্জন রেল কারখানা শহর পরিদর্শন করেন । তাছাড়া তিনি ইটাপাড়া গ্রামে একটি দলিত বাড়িতে দুপুরের আহার গ্রহণ করবেন বলে জানান। পাশাপাশি বিকেলে ইসকো কারখানা পরিদর্শনের সঙ্গে সঙ্গে আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর।
কেন্দ্রীয় মন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল বলেন ভোটের জন্য মা কল্যানেশ্বরী মন্দিরে আসা নয়,তিনি এসেছিলেন জাগ্রত এই দেবীর কথা শুনে। পাশাপাশি তিনি রাজ্য ও দেশবাসীর মঙ্গল কামনা করেছেন মা কল্যানেশ্বরী মাতার কাছে।