RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের তিন বছরের আয়াত জাইরা তার অনবদ্য প্রতিভার জেরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এখন সে স্কুলের ভর্তি হয়নি আর তারই মধ্যে শুধুমাত্র তার দিদিকে মায়ের প্রশিক্ষণ দেওয়ার বিষয় লক্ষ্য করেই তিন বছরের আয়াত জাইরা তার অনবদ্য প্রতিভার জেরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করল। আর এ বিষয়ের প্রেক্ষিতেই দিল্লির থেকে বিশেষ প্রতিনিধি দল বাড়ির সদস্যদের মাঝে পৌঁছে ছোট্ট আয়াতকে শংসাপত্র মেডেল দিয়ে সম্মানিত ও করলেন। আয়াতের এই প্রতিভা অন্বেষণের জন্য যারা সফলভাবেই কার্যকরী ভূমিকা গ্রহণ করেছেন তা হল তার বাড়ির অনুশাসন শেখানো মা-বাবা। নেহাতি খেলার ছলে প্রতিদিনই দিদির পড়া বিষয়গুলি লক্ষ্য করে তিন বছরের আয়াত শিখে নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নাম, তার রাজধানী গুলির নাম ও সেই সকল দেশে যে কারেন্সি চলে তার নামের সাথেই, বিভিন্ন দেশের পতাকা যা সে দেখলেই বলে দেয় মুহূর্তে, কোনটি কোন দেশের পতাকা।

আর এ সকলের সাথেই সাধারণ জ্ঞানে সমৃদ্ধ হয়ে রয়েছে তিন বছরের আয়াত। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের নাম, সৌরজগতের বিভিন্ন গ্রহ-নক্ষত্রের নাম, আরবিক ইসলামিক সূরা , ছাড়াও হিন্দি, বাংলা, ইংরেজি ভাষার কবিতা নিমেষে বলতে পারে ছোট্ট আয়াত। না এ সকলের জন্য তাকে কোন চাপ দেওয়া হয়নি। নিজের ইচ্ছের মতোই দিদিকে মায়ের পড়ানোর বিষয় লক্ষ্য করে এ সকল শিখে ফেলেছে ছোট্ট আয়াত। আর সে সকল বিষয় দেখেই বাড়ির সদস্যরা তাকে বারংবার বিভিন্ন বিষয় জেনে, সঠিক সব উত্তর লক্ষ্য করেই যোগাযোগ করেন, ইন্ডিয়া বুক অফ রেকর্ড সংস্থার সঙ্গে। সংস্থার সদস্যরা এই অদ্ভুত প্রতিভার বিষয় জানতে পেরে তাদের বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ করে, আয়াতের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার বিষয়টি নিয়ে টানা পরীক্ষা চালিয়ে, তিন বছরের আয়াত তাদের পরীক্ষায় সফল হওয়ায় তাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম নথিভূক্ত করেন আয়োজকরা।

রানীগঞ্জের ধান্ডারডিহি গ্রামের নিউ মসজিদ পাড়ার ডাঙ্গালপাড়ায় এ নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে ওই খুদে সদস্যের প্রতিবার বিষয় লক্ষ্য করে।আয়াত বাবা মোহাম্মদ নুরুল ইসলাম কম্পিউটার নেটওয়ার্কিং এর সঙ্গে যুক্ত আর তার স্ত্রী সাইদুল নিসা খাতুন তার বাড়ির ছোট্ট আয়াতের এই বিশেষ প্রতিভার বিষয় লক্ষ্য করে তাকে সম্মানিত করায় বিশেষভাবে গর্বিত। তারা চাই তাদের মেয়ে আগামীতে মানুষের মত মানুষ হয়ে উঠুক আর ভারতের সাথেই বিশ্বের মধ্যে নাম উজ্জ্বল করুক, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও যেন আয়াত স্থান দখল করে তার চেষ্টাও তারা চালাবেন বলেই জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *