সল্টলেকে ভুয়ো কল সেন্টারের হদিশ, বিধাননগর ডিডি টিমের অভিযান, গ্রেপ্তার ৪
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: আবার ভুয়ো কল সেন্টারের হদিশ সল্টলেক চত্বরে। বেশ কিছুদিন ধরেই ইউনাইটেড এনার্জি সার্ভিসেস (পি) লিমিটেড নামে একটি বেআইনি আন্তর্জাতিক কল সেন্টার সল্টলেকের সেক্টর ১ এর এএ- ৫০ এর দোতলায় চলছিল। বিধাননগর পুলিশের ডিডি এর টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে তাদের কোনো লাইসেন্স বা অনুমতিও ছিল না।
অপরাধীরা “অন্টারিও এফিসিয়েন্সি এবং এনার্জি এফিসিয়েন্সির” প্রতিনিধি হিসাবে ছদ্মনামে বিভিন্ন বিদেশী নাগরিক প্রবীণ নাগরিকদের তাদের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করে প্রতারণা করত এবং বিপুল পরিমাণে আমানত সুরক্ষিত করে তাদের ইলেকট্রিক অর্থাৎ এনার্জি বিলে ছাড়ের আশ্বাস দিত। এই ব্যাপারে বিধাননগর উত্তর থানার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
- সোনার আংটির সূত্র ধরে চুরির কিনারা
- শাস্তির মুখে আসানসোল দূর্গাপুরের আরো এক পুলিশ অফিসার, কম্পালসারি ওয়েটিংয়ে কাঁকসা থানার ইন্সপেক্টর ইনচার্জ
- কুলটি সেল গ্রোথ ওয়ার্কসে দুই যুবককে পিটিয়ে মারার ঘটনা, গ্রেফতার সিআইএসএফের দুই কনস্টেবল
- पांडवेश्वर में धड़ल्ले से कोयला चोरी जिम्मेदार कौन ?
- অন্ডাল থানার নতুন ওসি রানিগঞ্জে ডাকাত দলের সঙ্গে লড়াই করা এসআই