সল্টলেকে ভুয়ো কল সেন্টারের হদিশ, বিধাননগর ডিডি টিমের অভিযান, গ্রেপ্তার ৪
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: আবার ভুয়ো কল সেন্টারের হদিশ সল্টলেক চত্বরে। বেশ কিছুদিন ধরেই ইউনাইটেড এনার্জি সার্ভিসেস (পি) লিমিটেড নামে একটি বেআইনি আন্তর্জাতিক কল সেন্টার সল্টলেকের সেক্টর ১ এর এএ- ৫০ এর দোতলায় চলছিল। বিধাননগর পুলিশের ডিডি এর টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে তাদের কোনো লাইসেন্স বা অনুমতিও ছিল না।




অপরাধীরা “অন্টারিও এফিসিয়েন্সি এবং এনার্জি এফিসিয়েন্সির” প্রতিনিধি হিসাবে ছদ্মনামে বিভিন্ন বিদেশী নাগরিক প্রবীণ নাগরিকদের তাদের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করে প্রতারণা করত এবং বিপুল পরিমাণে আমানত সুরক্ষিত করে তাদের ইলেকট্রিক অর্থাৎ এনার্জি বিলে ছাড়ের আশ্বাস দিত। এই ব্যাপারে বিধাননগর উত্তর থানার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
- রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে দামোদরে তলিয়ে গেলো খনি কর্মী, তল্লাশিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল
- आसनसोल: तृणमूल ने शुरू किया ‘वोट रक्षा अभियान’, ‘दीदीर दूत’ ऐप
- বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ
- मुर्शिदाबाद हिंसा : आसनसोल में बीजेपी का प्रदर्शन, टीएमसी ने किया पलटवार
- ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ