RANIGANJ-JAMURIA

আসানসোলের জঙ্গল লাগোয়া এলাকায় হায়না ধরা পড়ল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– জামুরিয়া লদা গ্রাম চুরুলিয়া পঞ্চায়েত অন্তর্গত লদা গ্রামের ঘনবসতি এলাকা থেকে ধরা হয়েছে স্ট্রাইপড হায়নাটিকে (বিজ্ঞানসম্মত নামঃ হাইনা হাইনা)।বন দপ্তর সূত্রে খবর, জানা গিয়েছে, লদা গ্রামের মানুষ বুধবার সকালে গ্রাম লাগোয়া মাঠ-জঙ্গল থেকে বিকট ডাক শুনতে পান। আজ বুধবার সকালে সেখানে গিয়ে তাঁরা দেখেন, একটা পুকুরের পিছনে পরিত্যক্ত জমিতে শিয়াল আটকানোর জন্য পাতা জালে আটকা পড়েছে হায়নাটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জামুরিয়া থানায় অন্তর্গত চুরুলিয়া ফাঁড়িতে সেখান থেকে খবর দেয় দুর্গাপুর বন বিভাগ সেখান থেকে আসানসোল বনাঞ্চলে এবং আসানসোল বনাঞ্চলের রেঞ্জারের উদ্দেশ্যে ফরেস্ট অফিসারদের সঙ্গে নিয়ে গৌরাঙ্গি বিট অফিসের এবং সরিষাবলী বিটের দক্ষ কর্মচারীদের নিয়ে গিয়ে। পুলিশ ও বন দপ্তরের কর্মীদের যৌধ প্রচেষ্টায় হায়নাটিকে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা করে সেটিকে পর্যবেক্ষণে রাখা হবে। তার পর তাকে কোথায় ছাড়া যায়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বন দপ্তরের কর্তারা।

বনদপ্তরের অধিকারীরা জানান গ্রামবাসীরা বন দপ্তরকে খবর দিয়ে ঠিক কাজই করেছেন। এই ধরনের মাংসাশী। প্রাণী দেখলে সবার আগে ফরেস্ট অফিস বা পুলিশ-প্রশাসনকে জানানোই উচিত। কেউ অযথা তাদের সামনে যাওয়ার চেষ্টা করলে বিপদ হাতে পারে।ভভারতে, পশ্চিম আফ্রিকার মরক্কো থেকে শুরু করে আরও নানা দেশে পাওয়া যায় এই স্ট্রাইপড হায়না। গোটা বিশ্বে ১০ হাজারের কাছাকাছি স্ট্রাইপড হায়না রয়েছে। এখনই সংরক্ষণের ব্যবস্থা না হলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *