পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির ডেপুটেশন, বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল : পশ্চিমবঙ্গ যুবশ্রী ব্যাঙ্ক কর্ম প্রার্থী সমিতির পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজ পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিসে একটি স্মারকলিপি দেওয়া হয়। জেলাশাসকের অনুপস্থিতিতে তিনি এডিএম-এর কাছে স্মারকলিপি প্রদান করেন।এর আগে, এইচএলজি মোড়ের সামনে এই সংগঠনের কর্মীরা যোগ দেন এবং সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি অনিমেষ রায় বলেন, 3 অক্টোবর, 2013 তারিখে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে পশ্চিমের 1 লক্ষ যুবক যারা এই প্রকল্পের আওতায় আছেন তাদেরকে চাকরি দেওয়া হবে। চাকরি না পেলে প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।




তারা ভাতা পাচ্ছেন, কিন্তু ২০১৩ সাল থেকে চাকরি পাননি। অনিমেষ রায় বলেন যে আজ একটি স্মারকলিপির মাধ্যমে তিনি পশ্চিম বর্ধমানের জেলাশাসককে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে তাদেরকে একটি স্থায়ী চাকরি দেওয়ার জন্য অনুরোধ করলেন, পাশাপাশি তিনি বলেছেন যে এই মুদ্রাস্ফীতির যুগে, তিনি কেবল ১৫০০ টাকা ভাতা দিয়ে বেঁচে থাকতে পারবেন না। দাবি করেন মুখ্যমন্ত্রীর কাছে আরআই-এর ঘোষণা অনুযায়ী তাদের চাকরি দেওয়া হোক বা চাকরি না দেওয়া পর্যন্ত তাদের ভাতা বাড়ানো হোক। এখানে সেক্রেটারি দিব্যেন্দু ব্যানার্জী, কোষাধ্যক্ষ সপন মুর্মু সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
- ACCI कैंप में रिकॉर्ड 26 लाख कलेक्शन, 1 दिन बढ़ाया गया
- কিশোরী খুনের ঘটনা, নমুনা সংগ্রহ পুলিশ কমিশনারেটের ফরেনসিক দলের
- Raniganj 205 एकड़ जमीन पर इंडस्ट्रियल पार्क की मंजूरी से विकास को मिलेगा बढ़ावा, सीएम को धन्यवाद: झा
- ধৃত মুল অভিযুক্তকে নিয়ে ঘটনার ” পুনর্নির্মাণ ” করলো পুলিশ
- Asansol: SBFCI नवरत्न अवार्ड समारोह 23 अगस्त को, भव्य कर्टेन रेजर