কয়লাখনি অঞ্চলের ধস, গ্যাস ও আগুন, আসানসোল প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল প্রেসক্লাবের উদ্যোগে শনিবার বিকেলে আসানসোলের রবীন্দ্র ভবনের অদূরে আসানসোল জেলা গ্রন্থাগারের মিটিং হলে এক আলোচনা সভা হয়। এই আলোচনা সভার বিষয় হলো, কয়লাখনি অঞ্চলের জলন্ত সমস্যা ” ধস, গ্যাস ও আগুন।
একবারে শুরুতে সভার প্রাসঙ্গিকতা নিয়ে দু/এক কথা বলেন চিত্র সাংবাদিক গৌর শর্মা।














এই সভায় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক কল্যান মৌলিক এবং কবি ও সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য। তারা তাদের বক্তব্যে ইসিএলের আসানসোল রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে ধসের বিভিন্ন তথ্য তুলে ধরেন। এখনো পর্যন্ত এই কয়লাখনি অঞ্চলে কত দূর্ঘটনা ঘটেছে তার দিকে আলোকপাত করেন। দুই বক্তার বক্তব্যে বারবার আসানসোলের সিপিএমের প্রাক্তন প্রয়াত সাংসদ হারাধন রায়ের নাম উঠে আসে।
এই সভায় সঞ্চালনা করেন আসানসোল প্রেস ক্লাবের সদস্য শ্রাবণী বন্দোপাধ্যায়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহসভাপতি দেবযানী সিনহা।
- SAIL ISP में सक्रिय हुआ एक और यूनियन, अन्य में तोड़-जोड़
- বার্নপুরে আইএসপি পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের সভায় মন্ত্রী মলয় ঘটক
- अखिल भारतीय विद्यार्थी परिषद के आयाम Pharma Vision के तहत रक्तदान शिविर
- अभिनव गिन्नी हाउस में लकी लक्ष्मी लकी ड्रॉ के विजेताओं को उपहार दिए गए
- স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জেলা হাসপাতালে রোগীদের ফল বিলি আসানসোল রামকৃষ্ণ মিশনের


