Maithon : পিকনিক করতে আসা পর্যটক দের জন্য তৃণমূলের তরফে বিভিন্ন উদ্যোগ
বেঙ্গল মিরর,কাজল মিত্র :– নতুন বছর আসার আর মাত্র কয়েক দিন বাকি তার আগেই দেখা গেল মাইথনে পিকনিক করতে আসা পর্যটক দের ভিড় আর এই পিকনিক এর মরসুমে এলাকার যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সালানপুর ব্লক তৃণমূলের তরফে মাইথন জুড়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় ।তার জন্যে নতুন বছর আসার আগেই মাইথন বাঁধে ঢোকার মুখে কল্যানেশ্বরী মাইথন রোড দুটি তারন গেট তৈরি করা হয়,সেই গেট গুলির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বারাবনী বিধায়ক বিধান উপাধ্যায় তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় ।এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলাপরিষদের কর্মাধক্ষ মহম্মদ আরমান,পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূলের সহসভাপতি ভোলা সিং। এদিন তারন গেট উদ্বোধন এর পর তিনি এদিন মাইথন পর্যটন কেন্দ্র গুলি পরিদর্শন করেন।



এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কল্যানেশ্বরী আঞ্চলিক তৃণমূলের নেতা মনোজ তেওয়ারী জানান যে
নতুন বছর উপলক্ষ্যে মাইথন বাঁধে পর্যটকদের প্রচণ্ড ভিড় হয় এইসব ভিড় নিয়ন্ত্রণে আনতে বিশেষ ব্যাবস্থা নেওয়া হয়েছে।বিভিন্ন স্থানে হেল্প বুথ স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীদের যেকোনো ধরনের অসুবিধার ক্ষেত্রে যোগাযোগ করা যায়,এলাকায় 100 জনেরও বেশি স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে, যাতে মাইথনে শান্তিপূর্ণ পরিবেশে পিকনিক সম্পন্ন হয়। ডিজে, মদ এবং থার্মোকল প্লেটের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে, সার্বিকভাবে মাইথনে শান্তিপূর্ণ পরিবেশে পিকনিক যাতে করা হয় সেইদিকটি লক্ষ্য রাখা হয়।
- TMC द्वारा छठ के मौके पर साड़ी वितरण, दो मंत्रियों की उपस्थिति
- আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, পাকড়াও যুবক, অভিযুক্তকে গণধোলাই
- WBP IPS अधिकारियों के तबादले संदीप कर्रा को SP, कूच बिहार, ADPC में लौटे एस एस कुलदीप
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग