পশ্চিম বর্ধমান জেলায় নির্বিঘ্নে প্রাথমিকের টেট, অনুপস্থিত ১৫৩২ জন পরীক্ষার্থী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ* গোটা রাজ্যের পাশাপাশি রবিবার পশ্চিম বর্ধমান জেলায় নেওয়া হলো প্রাথমিক টেট পরীক্ষা। এদিন পরীক্ষার পরে বিকেলে পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) সঞ্জয় পাল বলেন, জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩, ১৮৮ জন। তার মধ্যে এদিন পরীক্ষা দিয়েছেন ১১, ৬৫৬ জন। উপস্থিতির হার শতকরা ৮৯.৩৮ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে পুরুষদের চেয়ে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা জেলায় ছিলো প্রায় তিনগুন বেশী। তিনি আরো বলেন, তেমন কোন সমস্যা হয়নি। জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দূর্গাপুরের টেটের জন্য মোট পরীক্ষা কেন্দ্র ছিলো ১৪টি। যার মধ্যে আসানসোলে ৯টি ও দূর্গাপুরে ৫ টি। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য আলাদা করে পরিদর্শক রাখা হয়েছিলো। এই পরীক্ষার জন্য জেলার দুই মহকুমায় আলাদা করে দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছিলো।




পরীক্ষা কেন্দ্রের বাইরে আঁটো সাটো পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিলো। সকাল নটার পর থেকেই পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভিড় জমতে শুরু করে। পর্ষদের নির্দেশ মতো পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকানো হয়েছিলো। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা জেলা প্রশাসন সন্ধ্যা পর্যন্ত জানাতে পারলেও, দেরী করে আসায় ঠিক কতদজন পরীক্ষার্থী কেন্দ্র থেকে ফিরে গেছেন, তা জানা যায় নি। জানা গেছে, সাড়ে বারোটার মধ্যে যারা এসেছিলেন, তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিলো। কিন্তু তারপর আর কাউকে ঢুকতে দেওয়া হয় নি।