ASANSOL

অনুব্রত মণ্ডলকে বড় ধাক্কা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে দিল্লিতে আনার অনুমতি পেয়েছে। শনিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে এই বিষয়ে শুনানি হয়। অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে আনার জন্য ইডি আদালতের কাছে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছিল। তবে শুনানি হলেও আদালত রায় স্থগিত করেন। সোমবার আদালত এই রায় দেন। ইডির আবেদন গ্রহণ করে আদালত বলেছে, প্রয়োজনে অনুব্রতকে রাজধানীতে এনে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।


গরু পাচার মামলায় বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য ইডি বহুদিন ধরেই অনুরোধ করে আসছিল। অন্যদিকে, আইনজীবী কপিল সিব্বল বারবার এই দাবির প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু সোমবার দেখা গেল ইডি-র বিরুদ্ধে অনুব্রতর আইনজীবীর সেই সমস্ত যুক্তির কোনও ফল হয়নি।


অনুব্রতকে দিল্লিতে আনার বিরোধিতা করে কপিল সিব্বল বলেন, অভিযুক্ত তৃণমূলে নেতার বিরুদ্ধে সমস্ত অভিযোগ পশ্চিমবঙ্গে নথিভুক্ত করা হয়েছে। তাই দিল্লির আদালতে তার মামলা চলতে পারে না। প্রতুত্তরে ইডি যুক্তি দেয় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেখানে তদন্তকারী সেখানে এই নিয়ম প্রযোজ্য নয়। শনিবার উভয়পক্ষের বক্তব্য শুনে সোমবার রায় ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন আদালত। একইভাবে সোমবার ইডি-র দাবি মেনে নেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *