BARABANI-SALANPUR-CHITTARANJAN

পঞ্চায়েত ভোটের আগে সালানপুর ব্লকে চলেছে তৃণমূলের নয়া কর্মসূচি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পঞ্চায়েত ভোটের আগে শুরু হতে চলেছে তৃণমূলের নয়া কর্মসূচি। রাজ্যের নির্দেশ মত মহিলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি পালন করবে। সারা রাজ্য জুড়ে কর্মসূচি শুরু হয়ে গেছে ।সেই মত সালানপুর ব্লকেও ‘চলো গ্রামে যায় কর্মসূচি” পালন করা হচ্ছে । এদিন সালানপুর ব্লকের কল্যানেশ্বরী এলাকায় একটি বেসরকারি ভবনে সালানপুর ব্লক মহিলা তৃণমূলের কর্মিসভা আয়োজন করা হয়। কর্মিসভা শেষে এই কর্মসূচি করা হয় । এদিনের এই কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন মহিলা জিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী ,তাছাড়া উপস্থিত ছিলেন সালানপুর ব্লক মহিলা সভাপতি অপর্ণা রায় , সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, রানু রায় ,জিলাপরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,লালিত দাস , সাগর কুন্ডু,তপন তেওয়ারী , রঞ্জন দত্ত , কল্যানেশ্বরী আঞ্চলিক তৃণমূল কমিটির নেতা মনোজ তেওয়ারী সহ অনেক ।


এদিন কর্মিসভা শেষে সকলে মিলে চলো গ্রামে যায় কর্মসূচি করতে বের হন ।অসীমা চক্রবর্তী গ্রামে গ্রামে ঘুরে খোঁজ খবর নেন ।
তৃণমূলের মহিলা কংগ্রেস সভানেত্রী অসীমা চক্রবর্তী জানান মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে ।এই কর্মসূচির মধ্যে দিয়ে বুথ ভিত্তিক রিপোর্ট পাওয়া যাবে। এর পাশাপাশি চলবে মহিলা পঞ্চায়েতি সভাও। ‘‘এই কর্মসূচির মাধ্যমে আমরা রাজ্যের সব পঞ্চায়েতে পৌঁছে যেতে চাই। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে, রাজ্য জুড়ে একাধিক সামাজিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য একাধিক স্কিম আনানো হয়েছে। মহিলারা সেই সুবিধা পাচ্ছেন। আগামীদিনেও সেই উন্নয়নের ধারাও বজায় থাকবে৷ এটাই মানুষের কাছে পৌঁছে যাওয়ার মাধ্যমে বোঝানো হবে ৷’’

Leave a Reply