কম্বল কান্ডে আবাসনে পুলিশ, টুইট জিতেন্দ্র তেওয়ারির মৃত্যু বরণ করবো বাংলা মায়ের কোলে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল কম্বল কান্ডে স্ত্রী চৈতালি তেওয়ারিকে জেরা করতে আবাসনে আসার এক ঘন্টার মধ্যে টুইট করলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ তিনি এই টুইট করেন। মনে করা হচ্ছে, আসানসোল কম্বল কান্ডে স্ত্রী চৈতালি তেওয়ারিকে জেরা করার জন্য আবাসনে প্রথম নোটিশ ও পরে আবাসনে পুলিশ যাওয়া নিয়ে সোশাল মিডিয়ায় এই তাৎপর্যপূর্ণ পোষ্ট করা হয়েছে।
পোষ্টে বলা হয়েছে, ” ছেড়ে যাবো না এই বাংলা কে, জন্ম হয়েছে এই বাংলার মাটিতে মৃত্যু বরণ করবো বাংলা মায়ের কোলে, আসানসোলের তৃনমুল @AITCofficial নেতারা যা পারবে করো।
- Raniganj लाखों से बना रैन बसेरा बेकार, ठंड में ठिठुर रहे लोग
- Asansol होकर 31 जोड़ी Kumbh Mela Special Trains
- SAIL ISP डायरेक्टर इंचार्ज को दूसरा नोटिस, क्यों ना हो आप पर कार्रवाई ?
- পড়ুয়াদের মাঝে জাতীয়তাবাদের পাঠ দিয়ে গেলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগত সিং কোশ্যারি
- কল্যানেশ্বরী মন্দিরে সাতদিন ধরে নেই পানীয়জল ! প্রতিবাদে রাস্তা অবরোধ, বিক্ষোভ পুরোহিত, ব্যবসায়ী ও স্থানীয়দের