কম্বল কান্ডে আবাসনে পুলিশ, টুইট জিতেন্দ্র তেওয়ারির মৃত্যু বরণ করবো বাংলা মায়ের কোলে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল কম্বল কান্ডে স্ত্রী চৈতালি তেওয়ারিকে জেরা করতে আবাসনে আসার এক ঘন্টার মধ্যে টুইট করলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ তিনি এই টুইট করেন। মনে করা হচ্ছে, আসানসোল কম্বল কান্ডে স্ত্রী চৈতালি তেওয়ারিকে জেরা করার জন্য আবাসনে প্রথম নোটিশ ও পরে আবাসনে পুলিশ যাওয়া নিয়ে সোশাল মিডিয়ায় এই তাৎপর্যপূর্ণ পোষ্ট করা হয়েছে।




পোষ্টে বলা হয়েছে, ” ছেড়ে যাবো না এই বাংলা কে, জন্ম হয়েছে এই বাংলার মাটিতে মৃত্যু বরণ করবো বাংলা মায়ের কোলে, আসানসোলের তৃনমুল @AITCofficial নেতারা যা পারবে করো।
- सीसीटीवी फुटेज से पकड़ाए 2 बाइक चोर, 5 बाइक बरामद
- Lions Club दुर्गापुर का स्थापना समारोह, अध्यक्ष राकेश भट्टड़ समेत 40 सदस्यों ने ली शपथ
- বালি বোঝাই তিনটি ট্রাক আটক, ৩ লক্ষ টাকা ফাইন আদায় বিএলআরও দপ্তরের
- বিদ্যুৎ বিভ্রাট পথ অবরোধ করে বিক্ষোভ, ক্ষুব্ধ গ্রামবাসীদের
- এক বাইকের খোঁজে ৫ বাইক উদ্ধার, দুর্বল লক চোরেদের টার্গেট