নাটকীয় পরিবর্তন, আপাততঃ সাতদিন দুবরাজপুর থানায় থাকবেন অনুব্রত মন্ডল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ রীতিমতো নাটকীয় পরিবর্তন। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে আসানসোল জেলে থাকা বীরভূমের তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল আপাততঃ সাতদিন দুবরাজপুর থানায় থাকবেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে শিবঠাকুর মন্ডল নামে দলের এক কর্মীকে খুনের চেষ্টার মামলায় মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর আদালত সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এদিন সকাল ৮টা নাগাদ আসানসোল বিশেষ সংশোধনাগার বা জেলে পৌঁছায় আসানসোলের দুর্গাপুর পুলিশ বাহিনী। তারপর অনুব্রত মন্ডলকে আসানসোল জেল থেকে পাঁচটি পুলিশের গাড়ি দুবরাজপুর আদালতে হাজির করায়।
অন্য দিকে সোমবার বিকেলেই গরু পাচার মামলায় দিল্লি নিয়ে গিয়ে ইডি জেরা করার জন্য রাউস কোর্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিলে। কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত দিল্লির রাউস কোর্টের সেই নির্দেশ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত ও আসানসোল জেলে আসেনি। তাই অনুব্রত মণ্ডলকে ইডির দিল্লি নিয়ে যাওয়া ঝুলে ছিলে। দুবরাজপুরের ঘটনায় অনুব্রতকে পুলিশি হেফাজতে নেওয়ায় , অনুব্রত মন্ডলের দিল্লি যাওয়া আপাতত স্থগিত থাকলো। তবে এখন ইডি এরপর কি আইনি পদক্ষেপ নেয়, তাই দেখার।
এদিকে, বীরভূমের দুবরাজপুর আদালতের আইনজীবীরা বলেন, তদন্ত যে কেউ করতে পারে। এর সঙ্গে অন্য কিছু ব্যাপার নেই।
প্রসঙ্গতঃ গত ২৪ আগষ্ট থেকে আসানসোল জেলে রয়েছেন অনুব্রত মন্ডল। গত ১০ আগষ্ট তাকে সিবিআই গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করেছিলো।