নিয়ামতপুরে প্রয়াত যুব তৃণমূল নেতা অভিষেক চক্রবর্তীর স্মরণসভা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-।শুক্রবার কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই স্মরণসভা করা হয়েছে।এদিন প্রয়াত যুব তৃণমূল নেতা অভিষেক চক্রবর্তীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।এদিনের স্মরণসভার মাধ্যমে প্রয়াত যুব তৃণমূল নেতা অভিষেক চক্রবর্তীকে শ্রদ্ধা জানানো হয়েছে।কুলটি ব্লক তৃণমূলের নেতৃত্বরা বলেন দিন কয়েক আগে পথ দুর্ঘটনায় যুব তৃণমূল নেতা অভিষেক চক্রবর্তীর মৃত্যু হয়েছিল।তাই এদিন এই স্মরণসভা করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃনমুলের চেয়ারম্যান উজ্বল চট্টোপাধ্যায় , জেলা সহ সভাপতি তথা প্রায় যুব নেতা অভিষেক চক্রবর্তীর বাবা ডক্টর সুবল চক্রবর্তী , আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদের সদস্য তথা কুলটি ব্লক মহিলা তৃনমুলের সভানেত্রী ইন্দ্রাণী মিশ্র , ব্লক সভাপতি কাঞ্চন রায় , যুব সভাপতি বিমান দত্ত , ছাত্র নেতা যতীন গুপ্তা , তুলশী দাস সহ অনেকে।