বারাবনি থানার উদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সহায়তায় বারাবনি থানার উদ্যোগে
স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো ! আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে কেটে উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র শ্রী বিধান উপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান,
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসিপি শ্রী প্রতীক রায়,পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিংহ, পশ্চিম বর্ধমান বনভূমির কর্মাধ্যক্ষ পূজা মাড্ডি,বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল , রক্তদানের প্রথম রক্তদাতা হলেন বারাবনি থানা ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল দ্বিতীয় রক্তদাতা বারাবনি থানার সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল মহাশয় !
যেখানে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন এটি খুবই ভালো উদ্যোগ , আসানসোল পুলিশ কমিশনারের দুই তিন মাস পরেই বিভিন্ন থানায় এই রক্তদান শিবিরের আয়োজন দেখা যায় , রক্ত প্রত্যেককে দেওয়া উচিত তাই যারা রক্ত দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি , এরই সাথে আজ দেখলাম প্রথম এবং দ্বিতীয় রক্তদাতা হলেন বারাবনি থানার ভারপ্রাপ্ত অধিকারী এবং সার্কেল ইন্সপেক্টর , খুবই ভালো লাগলো অনাদিকে রক্ত দেওয়া দেখে , এও বলেন যদি ওনারা একটি সরকারি চেয়ারে বসে রক্তদাতা হতে পারেন তাহলে আরো সব কেন রক্ত দিতে পারেন না !!