ASANSOLDURGAPURLatestNewsRANIGANJ-JAMURIAWest Bengal

৮ ডিসেম্বর জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রানিগঞ্জের রাজবাড়ি ময়দানে

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২ ডিসেম্বরঃ আগামী ৮ ডিসেম্বর মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।সেদিন দুপুর একটার সময় আসানসোলের রানিগঞ্জের সিয়ারশোল রাজবাড়ি ময়দানে জেলা প্রশাসনের তরফে একটি সভা হবে। সেই সভায় মুখ্যমন্ত্রী একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের হাতে তিনি সরকারি পরিসেবাও তুলে দেবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তবে মুখ্যমন্ত্রীর এবারের জেলা সফরে এখনো পর্যন্ত প্রশাসনিক বৈঠক হবে না বলে জানা গেছে।


বুধবার আসানসোলে জেলাশাসকের কার্যালয়ে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি ছাড়াও অন্য প্রশাসনিক আধিকারিকরা ছিলেন।


ইতিমধ্যেই দুদফায় মঙ্গলবার ও বুধবার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি ও আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈন রানিগঞ্জের রাজবাড়ি ময়দান ঘুরে দেখেছেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারও ময়দানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন।

Leave a Reply