পথনিরাপত্তা নিয়ে বড়দিনে মাইথন পর্যটন কেন্দ্রে পুলিশের পক্ষ থেকে পথনাটিকা
বেঙ্গল মিরর,কাজল মিত্র :- ২৫শে ডিসেম্বর বড়দিনে মাইথন পর্যটন কেন্দ্রের থার্ডডাইক পিকনিক স্পটে আসানসোলের কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেভড্রাইভ সেফলাইফ নিয়ে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা শিবির এর আয়োজন করা হয়।এদিন বড়দিনে শান্তাক্লত সেজে ছোট ক্ষুদেদের হাতে চকলেট দেওয়ার সাথে সাথে বোলপুর শান্তিনিকেতন থেকে আসা ছাত্রদের দ্বারা একটি পথনাটিকার মধ্যদিয়ে পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের পথনিরাপত্তা বিষয়কে তুলে ধরেন।




যেমন মোটরবাইক চালানোর সময় হেলমেট ব্যবহার, চারচাকা গাড়ি চালানোর সময় সিট বেল্টের ব্যবহার, মদ্যপান করে গাড়ি না চালানো সহ ট্রাফিক নিয়ম মেনে চলার আবেদন করা হয়।এদিন উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের অধিকারিক ইমতিয়াজুল হক সহ কুলটি ট্রাফিকগার্ডের অন্যান্য পুলিশ আধিকারিক গন।
- आसनसोल में गुरुनानक नगर में बास्केटबॉल प्रीमियर लीग का शानदार आगाज
- गोबिंदनगर संगत गुरुद्वारा प्रबंधक कमेटी द्वारा श्री गुरु अंगद देव साहेब जी के प्रकाश पर्व पर भव्य आयोजन
- रेल इंजन और कोयला लदे डंपर की टक्कर
- আসানসোলের ডিআরএম অফিসে রেল কর্মী সংগঠনের ধর্ণা অবস্থান
- আসানসোলে সাড়ম্বরের সঙ্গে পালিত গুড ফ্রাইডে, একাধিক অনুষ্ঠানে যোগ মন্ত্রী মলয় ঘটক