পথনিরাপত্তা নিয়ে বড়দিনে মাইথন পর্যটন কেন্দ্রে পুলিশের পক্ষ থেকে পথনাটিকা
বেঙ্গল মিরর,কাজল মিত্র :- ২৫শে ডিসেম্বর বড়দিনে মাইথন পর্যটন কেন্দ্রের থার্ডডাইক পিকনিক স্পটে আসানসোলের কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেভড্রাইভ সেফলাইফ নিয়ে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা শিবির এর আয়োজন করা হয়।এদিন বড়দিনে শান্তাক্লত সেজে ছোট ক্ষুদেদের হাতে চকলেট দেওয়ার সাথে সাথে বোলপুর শান্তিনিকেতন থেকে আসা ছাত্রদের দ্বারা একটি পথনাটিকার মধ্যদিয়ে পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের পথনিরাপত্তা বিষয়কে তুলে ধরেন।




যেমন মোটরবাইক চালানোর সময় হেলমেট ব্যবহার, চারচাকা গাড়ি চালানোর সময় সিট বেল্টের ব্যবহার, মদ্যপান করে গাড়ি না চালানো সহ ট্রাফিক নিয়ম মেনে চলার আবেদন করা হয়।এদিন উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের অধিকারিক ইমতিয়াজুল হক সহ কুলটি ট্রাফিকগার্ডের অন্যান্য পুলিশ আধিকারিক গন।
- Asansol : धेमोमेन अक्षरधाम पंडाल, भव्य उद्घाटन 50 लाख बजट
- দুর্গাপূজোর আগে বার্নপুরে ব্যানার বিতর্ক
- SAIL ISP क्षमता विस्तार की दिशा में बड़ा कदम, नई एलडीसीपी हेतु अनुबंध पर हस्ताक्षर किए
- দুর্গাপূজোয় আসানসোল পুরনিগমের হেল্প ডেস্ক, এলাকায় ঘুরবে পাঁচটি ট্যাবলো, হেল্পলাইন ৯০৮৩২৫৪৮৪৮
- BJP की गीता और तुलसी पौधा वितरण कार्यक्रम पर हमले का आरोप, वीडियो वायरल