আসানসোলে গন্ধর্ব কলা সঙ্গমের উদ্যোগে একদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বুধবার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোলের গোপালপুরে গোপালপুর ইউনাইটেড ক্লাবের সহযোগিতায় সাংস্কৃতিক সংগঠন গন্ধর্ব কলা সঙ্গমের উদ্যোগে বুধবার আয়োজন করা হচ্ছে একটি সাংস্কৃতিক উৎসবের। বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ” হামারি সংস্কৃতি হামারি পহেচান ” নামে এই সাংস্কৃতিক উৎসবের সূচনা হবে।




সোমবার বিকেলে আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন মোড় সংলগ্ন হোটেল পার্বতীতে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরফে স্বাতী চট্টোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে আধুনিকতার যুগে মানুষের মুখ সংস্কৃতি থেকে সরে যাচ্ছে। বিশেষ করে গ্রামের পুরনো সংস্কৃতি কর্মকাণ্ড। আধুনিক যুগেও তাই এই সংস্কৃতি সম্পর্কে সচেতন করার প্রয়োজন রয়েছে। সে লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এর সূচনা হবে। জিটি রোডের কুমারপুর রেল গেট থেকে তা শুরু হয়ে গোপালপুর মাঠ পর্যন্ত যাবে। এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে সেখানে । পাশাপাশি প্রদর্শনী স্টলও থাকবে।
সাংবাদিক সম্মেলনে ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা ফসবেকির সাধারণ সম্পাদক শচীন রায় বলেন, সংস্কৃতির প্রসারের জন্য এই ধরনের অনুষ্ঠান খুবই জরুরি। গোটা উৎসব অনুষ্ঠান প্রয়াত দীনেশ টোডি, সুব্রত দত্ত এবং সুব্রত ওরফে বুলু চট্টোপাধ্যায়ের নামে উৎসর্গ করা হবে। এই তিনজনের হাত ধরেই বেশ কয়েক বছর আগে এর সূচনা হয়েছিলো। করোনার জন্য বেশ কয়েক বছর এই অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গৌরী শঙ্কর আগরওয়াল, সতপাল সিং কীর, সন্তোষ দত্ত প্রমুখ।
- Asansol : 1300 करोड़ के कोयला तस्करी में कोल इंडिया चेयरमैन की गवाही, कह दी बड़ी बात
- আসানসোলে পার্কিং নিয়ে বিবাদ, যুবককে মারধরে অভিযুক্ত ব্যাঙ্কের ম্যানেজার ও কর্মীরা
- আসানসোল পুরনিগমের কাউন্সিলারদের মাসিক বোর্ড বৈঠক, পানীয়জল সরবরাহ সহ একাধিক বিষয়ে আলোচনা
- আসানসোল সিবিআই আদালতে সাক্ষ্য দান কোল ইন্ডিয়ার সিএমডির
- দুর্গাপুরে অজয় নদীতে ” জয়দেব সেতু” বীরভূম থেকে ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী