আসানসোল ব্রেইল একাডেমির আবাসিক পড়ুয়াদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সেনরেল রোডের কল্যাণপুর হাউজিং গ্রাউন্ডে বুধবার আসানসোল ব্রেইল অ্যাকাডেমি অবৈতনিক আবাসিক স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর অনিমেষ দাস, আসানসোল প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস সোসাইটির সম্পাদক তথা আসানসোল ব্রেইন একাডেমির সহ সম্পাদক প্রদ্যুত মজুমদার , শর্মিলা বন্দোপাধ্যায়, সোসাইটি ও একাডেমির সদস্য সহ অনেকেই।
এই প্রতিযোগিতায় ৩০ জন প্রতিযোগী মোট ১৮ টি ইভেন্টে অংশ নেয়। অমরনাথ চট্টোপাধ্যায় ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করেন। এই প্রতিযোগিতা নিয়ে চেয়ারম্যান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত স্তরের পড়ুয়াদের যথাসম্ভব খেলাধুলায় অংশগ্রহণ করতে বলেছেন। কারণ খেলা শুধুমাত্র তাদের স্বাস্থ্যের উন্নতি করে না, সামাজিকতার অনুভূতিও জাগিয়ে তোলে। তবে, ব্রেইল একাডেমির আবাসিক পড়ুয়াদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতার আলাদা গুরুত্ব আছে। তারজন্য উদ্যোক্তাদের ধন্যবাদ।