বুবাই মেমোরিয়াল ট্রফি ” মেগা ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করলেন বিধায়ক
বেঙ্গল মিরর, কাজল মিত্র, সালানপুর : ইতিহাসের পীঠস্থান এথোড়া, সেই এথোড়ায় শুরু হয়ে গেল, মেগা ক্রিকেট প্রতিযোগিতা। সূচনা করলেন আসানসোলের মহানাগরিক তথা বিধায়ক বিধান উপাধ্যায়। শিল্পী – সমাজসেবক অভিজিৎ (বুবাই) ভট্টাচার্যের স্মরণে, ঐতিহ্যবাহী এথোড়া ক্লাব ও লাইব্রেরীর আয়োজনে, এথোড়া স্কুল ময়দানে ৩রা জানুয়ারি শুরু হয়ে গেল ” বুবাই মেমোরিয়াল ট্রফি ” মেগা ক্রিকেট প্রতিযোগিতা। ৩রা জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত স্কুল মাঠে প্রতিদিন দেখা যাবে সকাল ১০.৩০টা থেকে ক্রিকেট খেলা।
১৬টি ক্রিকেট দলের এই প্রতিযোগীতার সূচনা করলেন আসানসোলের মহানাগরিক তথা বিধায়ক বিধান উপাধ্যায়, সঙ্গে ছিলেন শ্রীকান্ত মুখার্জী সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতার জয়ী দলের হাতে তুলে দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবং পরাজিত দলের হাতে তুলে দেওয়া হবে কুড়ি হাজার টাকা, বলে জানা গেছে।
- আসানসোলে কাঠগড়ায় তৃনমুলে শ্রমিক সংগঠনের নেতা, পুরনিগমের লিজ নেওয়া দোকান দখল নিতে মালিককে বাধা দেওয়ার অভিযোগ, উত্তেজনা
- উত্তরাখন্ড ন্যাশনাল গেমস, বাংলা থেকে একমাত্র বক্সার হিসেবে নির্বাচিত রুপনারায়নপুরের পূরবী
- ঝোপ থেকে উদ্ধার হল সদ্যজাতের মৃতদেহ
- পানীয় জলের দাবিতে উখরা পঞ্চায়েতে বিক্ষোভ
- রাজ্য বিধানসভার তরফে আসানসোল ডিভিশন ডিআরইউসিসির সদস্য মনোনীত বারাবনির বিধায়ক