বুবাই মেমোরিয়াল ট্রফি ” মেগা ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করলেন বিধায়ক
বেঙ্গল মিরর, কাজল মিত্র, সালানপুর : ইতিহাসের পীঠস্থান এথোড়া, সেই এথোড়ায় শুরু হয়ে গেল, মেগা ক্রিকেট প্রতিযোগিতা। সূচনা করলেন আসানসোলের মহানাগরিক তথা বিধায়ক বিধান উপাধ্যায়। শিল্পী – সমাজসেবক অভিজিৎ (বুবাই) ভট্টাচার্যের স্মরণে, ঐতিহ্যবাহী এথোড়া ক্লাব ও লাইব্রেরীর আয়োজনে, এথোড়া স্কুল ময়দানে ৩রা জানুয়ারি শুরু হয়ে গেল ” বুবাই মেমোরিয়াল ট্রফি ” মেগা ক্রিকেট প্রতিযোগিতা। ৩রা জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত স্কুল মাঠে প্রতিদিন দেখা যাবে সকাল ১০.৩০টা থেকে ক্রিকেট খেলা।




১৬টি ক্রিকেট দলের এই প্রতিযোগীতার সূচনা করলেন আসানসোলের মহানাগরিক তথা বিধায়ক বিধান উপাধ্যায়, সঙ্গে ছিলেন শ্রীকান্ত মুখার্জী সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতার জয়ী দলের হাতে তুলে দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবং পরাজিত দলের হাতে তুলে দেওয়া হবে কুড়ি হাজার টাকা, বলে জানা গেছে।
- ACCI कैंप में रिकॉर्ड 26 लाख कलेक्शन, 1 दिन बढ़ाया गया
- কিশোরী খুনের ঘটনা, নমুনা সংগ্রহ পুলিশ কমিশনারেটের ফরেনসিক দলের
- Raniganj 205 एकड़ जमीन पर इंडस्ट्रियल पार्क की मंजूरी से विकास को मिलेगा बढ़ावा, सीएम को धन्यवाद: झा
- ধৃত মুল অভিযুক্তকে নিয়ে ঘটনার ” পুনর্নির্মাণ ” করলো পুলিশ
- Asansol: SBFCI नवरत्न अवार्ड समारोह 23 अगस्त को, भव्य कर्टेन रेजर