ASANSOL

Students week : আসানসোলে পড়ুয়াদের নিয়ে পদযাত্রা জেলা সমগ্র শিক্ষা মিশনের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ” স্টুডেন্ট উইক ” পালন করা হচ্ছে। এই উপলক্ষে মঙ্গলবার আসানসোল শহরে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রার উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা সমগ্র শিক্ষা মিশন। এদিন এই পদযাত্রা জিটি রোডের বিএনআরে রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে আসানসোল আদালত চত্বরে মহকুমাশাসকের কার্যালয় পর্যন্ত যায়।

এই পদযাত্রায় বিভিন্ন স্কুলের পড়ুয়া, শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের পাশাপাশি ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক ( শিক্ষা) সঞ্জয় পাল, জেলার স্কুল পরিদর্শক বা ডিআই সহ অন্যান্যরা।
এই প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক বলেন, ২ জানুয়ারি থেকে ” স্টুডেন্ট উইক ” পালন শুরু করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত তা চলবে। এই দিনগুলোতে স্টুডেন্ট বা পড়ুয়াদের সার্বিক উন্নয়নে নানা ধরনের অনুষ্ঠান করা হবে।

Leave a Reply