কুল্টির প্রত্যেকটি বাড়ি-বাড়ি গিয়ে দিদির সমস্ত প্রকল্পের খোঁজখবর নেবে দিদির দূত
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুরের এক প্রেক্ষাগৃড়িয়ে কলটি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিদি সুরক্ষা কবজ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস । আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাতৃর্ণমুল কংগ্রেসের চেয়ারম্যন উজ্জ্বলচ্যাটার্জী, কুলটিব্লক তৃর্ণমুলকংগ্রেস সভাপতি কাঞ্চন রায়, কুলটিব্লক যুব তৃর্ণমুলকংগ্রেস সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে!




এইদিন দিদির রক্ষা কবচ কর্মসূচি নিয়ে আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আগামি দিনের কর্মসচি নিয়ে আলোচনা করা হল যেখানে দিদির দূত নামে সংগঠনের মাধ্যমে কুল্টির প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে দিদির সমস্ত প্রকল্পের খোঁজখবর নেবে এবং যারা উক্ত প্রকল্পে বঞ্চিত তাদের প্রকল্প পইয়ে দেওয়ার কাজ করে যাবে দিদির দুত সংগঠন
- Raniganj : इंजीनियरिंग कॉलेज की छात्रा का सड़ा-गला शव बंद कमरे से बरामद, गिरिडीह की निवासी
- রানিগঞ্জে বন্ধ ঘরের ভেতর থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রীর পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার
- রাজ্য স্তরের দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ীর পাশে ” আসানসোল মেরিনার্স “
- আসানসোলে গ্রেফতার রিকভারি এজেন্ট, জামিন
- লক্ষ্য ২০২৬ : এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার আহ্বান