কুল্টির প্রত্যেকটি বাড়ি-বাড়ি গিয়ে দিদির সমস্ত প্রকল্পের খোঁজখবর নেবে দিদির দূত
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুরের এক প্রেক্ষাগৃড়িয়ে কলটি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিদি সুরক্ষা কবজ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস । আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাতৃর্ণমুল কংগ্রেসের চেয়ারম্যন উজ্জ্বলচ্যাটার্জী, কুলটিব্লক তৃর্ণমুলকংগ্রেস সভাপতি কাঞ্চন রায়, কুলটিব্লক যুব তৃর্ণমুলকংগ্রেস সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে!




এইদিন দিদির রক্ষা কবচ কর্মসূচি নিয়ে আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আগামি দিনের কর্মসচি নিয়ে আলোচনা করা হল যেখানে দিদির দূত নামে সংগঠনের মাধ্যমে কুল্টির প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে দিদির সমস্ত প্রকল্পের খোঁজখবর নেবে এবং যারা উক্ত প্রকল্পে বঞ্চিত তাদের প্রকল্প পইয়ে দেওয়ার কাজ করে যাবে দিদির দুত সংগঠন
- পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ ও ফাঁড়ি ঘেরাও বিক্ষোভে তৃণমূল কাউন্সিলরের স্ত্রী
- আসানসোল পুরনিগমের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন অদিতি চৌধুরী
- IAS Aditi Chaudhary ने Asansol निगम आयुक्त का लिया प्रभार
- দুর্গাপুর স্টেশনে নন- ইন্টারলকিংয়ের কাজ, সেপ্টেম্বরে ১৪ দিন একাধিক ট্রেন বাতিল, রাজধানী, শতাব্দী ও বন্দে ভারত চলবে দেরিতে
- Asansol : महिला किरायेदार गिरफ्तार