আসানসোল শহরে” সেফ ড্রাইভ সেভ লাইফ ” র প্রচারে মোটরসাইকেল রেলি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ “ সেফ ড্রাইভ সেভ লাইফ” র প্রচারের মধ্যে দিয়ে সাধারণ মানুষদের সচেতন করতে রবিবার সকালে আসানসোল শহরে হলো একটি মোটরসাইকেল রেলি। এর উদ্যোক্তা আসানসোল সাউথ ট্রাফিক গার্ড।




এদিন এই মোটরসাইকেল রেলি শহরের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন মোড় থেকে শুরু হয়ে আসানসোল বাজার হয়ে হটন রোড মোড়ে এসে শেষ হয়।
এই প্রসঙ্গে আসানসোল সাউথ ট্রাফিক গার্ড এস আই সঞ্জয় কুমার মন্ডল বলেন, রাস্তায় গাড়ি চলতে হলে, কি কি করতে হবে, তারই প্রচার ও সচেতন করতে এই মোটরসাইকেল রেলি।