পশ্চিম বর্ধমানে হাম রুবেলা টিকাকরণ, জেলায় লক্ষ্যমাত্রা ৬.৪ লক্ষ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ পশ্চিম বর্ধমান জেলাতেও শুরু হচ্ছে হাম রুবেলা টিকাকরণ অভিযান।
শুক্রবার সকালে আসানসোলে জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান জেলাশাসক এস অরুণ প্রসাদ। ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান ও অন্য আধিকারিকরা।




জেলাশাসক বলেন,এই অভিযান ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
পশ্চিম বর্ধমানে প্রায় ৬.৪ লক্ষ শিশুকে এই টিকা দেওয়া হবে। মোট ২২৮৬ টি কেন্দ্র থেকে এই টিকাকরন হবে । ৮টি স্কুলে, সমস্ত সরকারি হাসপাতাল ও কমিউনিটি স্তরের ৯১ টি সেশন সাইট থেকেও এই অভিযান চলবে। সবমিলিয়ে ১৯৭৯ জন টিকা দেওয়ার কাজ করবেন। ৩৭৪ জন সুপারভাইজার ১০ টি জেলা পর্যায়ের মনিটরের মাধ্যমে পর্যবেক্ষণ করবেন।
সিএমওএইচ বলেন, ৯ মাস বয়সের শিশু থেকে ১৫ বছর পর্যন্ত ছেলেমেয়েদের এই টিকা দেওয়া হবে।আমাদের সকলের এই প্রচারাভিযানকে সমর্থন করা দরকার যাতে আমরা শিশুদের ক্ষতিকারক এই মারাত্মক রোগগুলি প্রতিরোধ করতে পারি।
আগামী ৯ জানুয়ারি থেকে হাম রুবেলা টিকাকরণ অভিযান শুরু হলেও, এই মুহুর্তে পশ্চিম বর্ধমান জেলায় করোনা ভ্যাকসিনের ভাঁড়ার শুন্য। এই প্রসঙ্গে এদিন সিএমওএইচ বলেন, জেলায় প্রায় ৭৮ শতাংশ মানুষ বুস্টার ডোজ নেননি। প্রথম ডোজ নেওয়ার পরে দ্বিতীয় ডোজ নেননি এমন মানুষের সংখ্যা কমবেশি আড়াই লক্ষ। তিনি বলেন, গোটা বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে।