আসানসোলবাসীকে নতুন বছরের উপহার “সেলফি পয়েন্ট” উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়:* আসানসোল সেলফি পয়েন্ট নতুন বছরের উপহার । আসানসোলের জুবিলি মোড়ের কাছে এডিডিএ এর পক্ষ থেকে আই লাভ আসানসোল নামে দুটি সেলফি জোন এবং প্যাসেঞ্জার শেড উদ্বোধন করা হয়েছে৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি প্রমুখ।
এই উপলক্ষে তাপস বন্দ্যোপাধ্যায় বলেন যে, আসানসোলের এইরকম একটি গেট এই শহরের প্রতি মানুষের ভালবাসা দেখায়। অন্যদিকে, মেয়র বলেন, নতুন বছরে অনেক নতুন উপহার পাবেন আসানসোলের মানুষ। এর মধ্যে কালীপাহাড়িতে কলকাতার আদলে জুবিলি মোড়, ভগৎ সিং মোড় এবং তিনটি বিশ্ববাংলা গেট তৈরি করা হবে। পাশাপাশি আসানসোলে যানজট থেকে মুক্তি দেওয়ার চেষ্টাও করছে প্রশাসন।