রানীগঞ্জে কুরিয়ার কোম্পানিতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকার লুঠ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের রামবাগান কেরোসিন গলি এলাকায় অবস্থিত এক কুরিয়ার কোম্পানিতে তিন সদস্য দুষ্কৃতি দল আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকার ছিনতাই করে চম্পট দিলেও। ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকার এই অংশে কয়েক দিন ধরে ই একটি কুরিয়ার সার্ভিস সংস্থা কুরিয়ারের সামগ্রী সরবরাহ করত। মঙ্গলবার রাত্রি নটা নাগাদ হঠাৎ দুষ্কৃতীদের দল সশস্ত্র ভাবে হেলমেট পড়ে মুখে মাস্ক লাগিয়ে সুব্রত মন্ডলকে মাথায় বন্দুক দেখিয়ে তার ক্যাশ বাক্সে থাকা প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। মুহূর্তে তারা ঘটনাস্থল ছেড়েও চম্পট দেয়।
এই ঘটনার খবর পাওয়ার পর পরই রানীগঞ্জ থানা ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ঘটনা স্থলে পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতি দল সিসিটিভি র যে যোগাযোগ রয়েছে সেই যোগাযোগ বিচ্ছিন্ন করে চলে যায় বলেই জানায় স্থানীয় এলাকার প্রত্যক্ষদর্শীরা। এরপরও আর কি কি ফুটেজ সিসিটিভিতে ক্যামেরা বন্দী হয়ে রয়েছে সেগুলি খতিয়ে দেখে এই লুঠপাট এর ঘটনায় কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।