BARABANI-SALANPUR-CHITTARANJAN

স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়ােজন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস উপলক্ষে জাতীয় যুব দিবস পালনের সাথে সাথে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়ােজন করা হল সালানপুর ব্লকের পাতাল ফুলবেরিয়া গ্রামের পাতাল বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় । এদিনের এই রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় মহাশয় ।এদিন তিনি সর্বপ্রথম স্বামী বিবেকানন্দ এর প্রতীকৃতিতে মালা পড়িয়ে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান তারপর রক্তদাতাদের উদ্বুধ করতে
তাদের ফুল দিয়ে সার্টিফিকেট প্রদান করেন ।এদিন এই শিবিরে মা মুক্তায় চন্ডী আনন্দ মেলা সমিতি ও আসানসোল জেলা ব্লাড ব্যাংক এর
সহযোগিতায় মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ।



এদিন উপস্থিত প্রধান অতিথি তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় জানান আজ স্বামীজীর ১৬১ তম জন্ম শতবার্ষিকী। যাদের আদর্শ পথ ধরে আমাদের সকলের চলা উচিত ।তবে
বেশিরভাগ জায়গায় দেখা যায় মনীষীদের জন্ম বা মৃত্যু দিনটি পালন করে বাকি দিন গুলি ভুলে যায় আমাদের তা করলে
চলবে না আমাদের সর্বদা তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে কারন উনারা হলেন আমাদের পথ প্রদর্শক ।


তিনি আরো বলেন স্বেচ্ছায় রক্তদান শিবিরের সংখ্যা বৃদ্ধি পাওয়ার উল্লেখযােগ্যভাবে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আভাব অনেকটাই পূর্ণ হয়েছে ।তবুও এখনো ব্লাড ব্যাংকে যেতেষ্ঠ রক্তের চাহিদা রয়েছে সেই চাহিদা পূরনের জন্যেই এই ক্লাবের তরফে রক্তদান শিবীর করার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ ।এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, ব্লক তৃণমূল এর সহ সভাপতি ভোলা সিং , সামডি পঞ্চায়েত প্রধান জনার্দন মন্ডল, ফুলবেড়িয়া প্রধান উজ্জ্বল মন্ডল ,কৈলাশ পতি মন্ডল,সহ অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *