আসানসোলে হাইওয়েতে পুড়ল গাড়ি
বেঙ্গল মিরর,কাজল মিত্র :-দিল্লি- কলকাতা জাতীয় সড়কের শ্রীপুর ফান্ডির অন্তর্গত কালীপাহাড়ি এবং গোবিন্দনগরের মধ্যে আজ সন্ধ্যায় একটি গাড়িতে আগুন লেগে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর শুরু হয় আগুন নেভানোর কাজ।
একইসঙ্গে এ ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জাতীয় সড়কের একটি লেনে যানবাহনের লাইন লাগার যানজটের সৃষ্টি হয়।
- ঝোপ থেকে উদ্ধার হল সদ্যজাতের মৃতদেহ
- রাজ্য বিধানসভার তরফে আসানসোল ডিভিশন ডিআরইউসিসির সদস্য মনোনীত বারাবনির বিধায়ক
- কোলিয়ারি বন্ধ করে বিক্ষোভ
- Asansol दुकान को लेकर हंगामा, आईएनटीटीयूसी नेता ने अपने ही बोर्ड पर उठाई उंगली, भाजपा हमलावर
- ইউপিএসসিতে দেশের প্রথম, সিঞ্চনস্নিগ্ধ অধিকারীকে সম্বর্ধনা আসানসোল মেরিনার্স”র