RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে তিন তলার ছাদের কার্নিশে আটকে পড়া এক সারমেয়কে উদ্ধার করতে হাজির হল দমকল বিভাগ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : তিন তলার ছাদের কার্নিশে আটকে পড়া এক সারমেয়কে উদ্ধার করতে হাজির হল দমকল বিভাগ। চারিদিকেই ওই সারমেয়র আটকে থাকার খবর ছড়িয়ে পড়তেই হইচই শুরু করে এলাকার মানুষ। সোমবার রানীগঞ্জের শিশু বাগান এলাকায় ঘটে এই ঘটনা। আর এই ঘটনার খবর পেয়ে মুহূর্তে খবর দেওয়া হয় দমকল বিভাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে দমকল বিভাগের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর ওই সারমেয়কে কোনক্রমে ছাদের কার্নিশ থেকে পাঠিয়ে দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে দিতে সক্ষম হয়।

এই ঘটনাকে ঘিরে ব্যাপক মানুষজনের জমায়েত হয়ে যায় শিশু বাগানের সিয়ারসোল রাজ হাই স্কুল লাগোয়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন পরিত্যক্ত একটি পুরনো বাড়ির ছাদের উপর বাড়ির দরজা খোলা থাকায়, একটি পথ সারমেয় বাড়িতে ঢুকে পড়ে। স্থানীয়দের দাবি সে খাবারের খোঁজে বাড়ির ছাদের কার্নিশ বেয়ে বিপদজনক স্থানে পৌঁছে আটকে থাকে সেখানে। এই খবরটি লক্ষ্য করে সকলে আতঙ্কিত হয়ে পড়ে। বেশ কিছু পশুপ্রেমী সদস্য এই ঘটনা লক্ষ্য করে দমকল বিভাগের খবর দিলে দমকল বিভাগের কর্মীরা উদ্ধার করে সারমেয়টিকে।

Leave a Reply