আসানসোলে হাইওয়েতে পুড়ল গাড়ি
বেঙ্গল মিরর,কাজল মিত্র :-দিল্লি- কলকাতা জাতীয় সড়কের শ্রীপুর ফান্ডির অন্তর্গত কালীপাহাড়ি এবং গোবিন্দনগরের মধ্যে আজ সন্ধ্যায় একটি গাড়িতে আগুন লেগে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর শুরু হয় আগুন নেভানোর কাজ।














একইসঙ্গে এ ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জাতীয় সড়কের একটি লেনে যানবাহনের লাইন লাগার যানজটের সৃষ্টি হয়।
- ECL सालानपुर क्षेत्र में 110 करोड़ से बनी रेलवे साइडिंग का उद्घाटन
- দুর্গাপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, সম্পর্কের টানাপোড়েনে মানসিক অবসাদে আত্মহত্যা, দাবি
- আইপ্যাক কান্ড মুখ্যমন্ত্রী নাটক করেছেন, কটাক্ষ অগ্নিমিত্রা পালের
- আসানসোলে ব্যস্ততম রাস্তায় আচমকাই বাইকে আগুন, এলাকায় চাঞ্চল্য
- খনিতে ধসের ঘটনা ২৪ ঘন্টা পরে এলাকা পরিদর্শনে পুলিশ ও সিআইএসএফ


