আসানসোলে জাতীয় সড়কে দূর্ঘটনা, মোটরসাইকেল চালকের মৃত্যু
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ১৭ জানুয়ারিঃ বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মোটরসাইকেল চালকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার ২ জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের কাছে। আসানসোলের সালানপুর থানার রুপনারায়নপুরের হিন্দুস্তান কেবলসের বাসিন্দা মৃত মোটরসাইকেল চালকের নাম নন্দন নাগ (৪৭)।



জানা গেছে, নন্দন নাগ একটি বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী হিসাবে আসানসোলের সেনরেল রোডে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। অন্যদিনের মতো মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি থেকে আসানসোলের বেসরকারি হাসপাতালে চাকরি করতে আসছিলেন। আসানসোল উত্তর থানার ২ নং জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের সামনে একটি গাড়ি তাকে বেপরোয়া ভাবে এসে ধাক্কা মারে। সে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ আসে। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে তার বাড়ির লোকেরা জেলা হাসপাতালে আসেন।
- आसनसोल महिला उद्योग ने मनाया बसंत उत्सव
- শিশুর জন্ম প্রমাণপত্রের আবেদন করে ধরা পরল নকল বাবা-মা
- মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রির অভিযোগ , দোকানে তালা পুলিশের, আটক হোটেল ব্যবসায়ী.
- পানীয়জলের সমস্যার সমাধান, মেয়রের সঙ্গে সাক্ষাতে বিজেপি বিধায়ক
- দোলে মাতোয়ারা শিল্পাঞ্চল : আসানসোল উড়ান” র অগ্নি উৎসবে সামিল ৭ থেকে ৭০