আসানসোলে জাতীয় সড়কে দূর্ঘটনা, মোটরসাইকেল চালকের মৃত্যু
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ১৭ জানুয়ারিঃ বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মোটরসাইকেল চালকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার ২ জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের কাছে। আসানসোলের সালানপুর থানার রুপনারায়নপুরের হিন্দুস্তান কেবলসের বাসিন্দা মৃত মোটরসাইকেল চালকের নাম নন্দন নাগ (৪৭)।



জানা গেছে, নন্দন নাগ একটি বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী হিসাবে আসানসোলের সেনরেল রোডে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। অন্যদিনের মতো মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি থেকে আসানসোলের বেসরকারি হাসপাতালে চাকরি করতে আসছিলেন। আসানসোল উত্তর থানার ২ নং জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের সামনে একটি গাড়ি তাকে বেপরোয়া ভাবে এসে ধাক্কা মারে। সে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ আসে। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে তার বাড়ির লোকেরা জেলা হাসপাতালে আসেন।
- জামুড়িয়ায় বেসরকারি কারখানার অবৈধ নির্মাণ ভাঙা , জরিমানা আদায় করা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে আসানসোল পুরনিগম
- আসানসোল পুরনিগমে বাংলা সহায়তা কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং সেন্টারের উদ্বোধন
- দুর্গাপুরের বাজারে আচমকাই রাজ্যপাল, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে, কিনলেন সবজি, খেলেন চা
- Asansol : जुर्माना से अवैध निर्माण वैध कैसे, हाईकोर्ट की फटकार, मेयर की मैराथन बैठक
- नगर निगम के सेवानिवृत कर्मियों की विदाई