আসানসোলে জাতীয় সড়কে দূর্ঘটনা, মোটরসাইকেল চালকের মৃত্যু
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ১৭ জানুয়ারিঃ বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মোটরসাইকেল চালকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার ২ জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের কাছে। আসানসোলের সালানপুর থানার রুপনারায়নপুরের হিন্দুস্তান কেবলসের বাসিন্দা মৃত মোটরসাইকেল চালকের নাম নন্দন নাগ (৪৭)।



জানা গেছে, নন্দন নাগ একটি বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী হিসাবে আসানসোলের সেনরেল রোডে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। অন্যদিনের মতো মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি থেকে আসানসোলের বেসরকারি হাসপাতালে চাকরি করতে আসছিলেন। আসানসোল উত্তর থানার ২ নং জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের সামনে একটি গাড়ি তাকে বেপরোয়া ভাবে এসে ধাক্কা মারে। সে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ আসে। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে তার বাড়ির লোকেরা জেলা হাসপাতালে আসেন।
- Asansol – Durgapur 14 पंडालों का सीएम ने किया वर्चुअल उद्घाटन
- हिंदी और उर्दू भाषियों पर बंद हो हमला, सभी को पढ़ाये बांग्ला : कांग्रेस
- আসানসোলে জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ পরিবারের
- আসানসোলে পিএইচই অফিসে ঠিকাদারদের অবস্থান বিক্ষোভ, বকেয়ার দাবিতে প্ল্যাকার্ড হাতে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে স্মারকলিপি
- সরকারি ও বেসরকারি স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামুলক করার দাবি, আসানসোলে জেলাশাসককে স্মারক লিপি যুব কংগ্রেসের