আসানসোলে জাতীয় সড়কে দূর্ঘটনা, মোটরসাইকেল চালকের মৃত্যু
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ১৭ জানুয়ারিঃ বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মোটরসাইকেল চালকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার ২ জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের কাছে। আসানসোলের সালানপুর থানার রুপনারায়নপুরের হিন্দুস্তান কেবলসের বাসিন্দা মৃত মোটরসাইকেল চালকের নাম নন্দন নাগ (৪৭)।









জানা গেছে, নন্দন নাগ একটি বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী হিসাবে আসানসোলের সেনরেল রোডে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। অন্যদিনের মতো মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি থেকে আসানসোলের বেসরকারি হাসপাতালে চাকরি করতে আসছিলেন। আসানসোল উত্তর থানার ২ নং জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের সামনে একটি গাড়ি তাকে বেপরোয়া ভাবে এসে ধাক্কা মারে। সে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ আসে। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে তার বাড়ির লোকেরা জেলা হাসপাতালে আসেন।
- আসানসোল রবীন্দ্রভবনে ইনুমেরেশন ফর্ম নিচ্ছেন বিএলও,বাড়ি – বাড়ি না যাওয়ার অভিযোগ
- আসানসোলের রেলপার এলাকা নিয়ে একাধিক দাবি, জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে থানায় বিক্ষোভ
- আসানসোল গার্লস কলেজের ৭৫ বছর পূর্তি, দুদিনের অনুষ্ঠানের সূচনায় মন্ত্রী মলয় ঘটক
- Asansol Girls College के 75 वर्ष पूरे, भव्य सांस्कृतिक कार्यक्रम का शुभारंभ
- পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, গ্রেপ্তার স্বামী

