ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIA

আবার সায়নির বিরোধিতা, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি

প্রতিবাদকারীদের সংখ্যা মাত্র ৪ যেখানে ৪০০ মানুষ তাকে স্বাগত জানান দাবি সায়নির

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত:আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে টিএমসির অভিনেত্রী প্রার্থী সায়নী ঘোষ বুধবার প্রচারের জন্য রানীগঞ্জ গ্রামীণ নতুন এগরাতে যান। তবে হিন্দু সংগঠনের লোকেরা পিছন থেকে “গো ব্যাক” স্লোগান দিয়ে তীব্র বিরোধিতা করে।

টিএমসির কর্মী ও হিন্দু সংগঠনের সদস্যদের মধ্যে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এই তথ্য পাওয়ার পরে বিশাল বাহিনী নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। প্রতিবাদের পরে হিন্দু সংগঠনের সদস্যের পক্ষ থেকে সায়নী ঘোষ যে মন্দিরের পূজা করতে গিয়েছিলেন, সেখানে মন্দির জল দিয়ে পরিষ্কার করা হয়।

অন্যদিকে, প্রার্থী সায়নী ঘোষ বলেন যে প্রতিবাদকারীদের সংখ্যা মাত্র চারজন যেখানে ৪০০ মানুষ তাকে স্বাগত জানান। হিন্দু সংগঠনের লোকেরা অভিযোগ করেন যে কয়েক বছর আগে ভগবান শিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের পরিণামে এই প্রতিবাদ।

Leave a Reply