ASANSOL

আসানসোলে সিমেন্ট কারখানায় চুরি, লক্ষাধিক টাকার লোহা লুঠের অভিযোগ, তদন্তে পুলিশ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News In Bangla ) আসানসোল দক্ষিণ থানার সীতারামপুরের সাতাইশায় আসানসোল সিমেন্ট কারখানায় পুনঃনির্মাণের কাজ চলছে। তার মধ্যে গত মঙ্গলবার রাতে কারখানায় লোহা চুরির ঘটনা সামনে এলো। এই চুরির ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে কারখানার ম্যানেজার প্রেমকান্ত নেহারিয়া বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন য কারখানা থেকে রোলার, গার্ডার, প্লেট সহ অনেক ছোট ছোট লোহার জিনিসপত্র চুরি হয়েছে। যা প্রায় ৫ টনের সমান। যার দাম প্রায় ৩ লক্ষ টাকা।

তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে কারখানার পাশের এলাকার এক বাসিন্দা কারখানার সীমানা প্রাচীর বা বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে দিচ্ছেন না। তার জন্যই কারখানা থেকে লোহা চুরি হচ্ছে। এই ঘটনার পর কারখানার পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আসানসোল সিমেন্ট ফ্যাক্টরির মালিক পবন গুটগুটিয়া বলেন, আমি এই ঘটনার খবর পাওয়ার পরেই ফ্যাক্টরি ম্যানেজারের মাধ্যমে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছি। যারাই এ ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে আমার বিশ্বাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *