দিদির সুরক্ষা কবচ জনসংযোগ করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-রাজ্য জুড়ে চলছে দিদির সুরক্ষা কবচ ( Didir Suraksha Kawach ) কর্মসূচি । বারাবনি বিধানসভার বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় ( Bidhan Upadhyay )
বারাবনি ও সালানপুর জুড়েএই প্রচার কার চালাচ্ছে । অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকেই বারাবনি বিধানসভার বারাবনী ব্লক এর দোমহানী পঞ্চায়েত এলাকার জনসংযোগ সুরক্ষা কবচ কর্মসূচি করলেন।এই কর্মসুচির মধ্যে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জিলা পরিষদ এর সভাধিপতি সুভদ্রা বাউরি, ও বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ ।














এদিন প্রচারে বের হয়ে মন্দিরে পুজো দিয়ে গ্রামের বয়স্ক মানুষের চরণ স্পর্শ করে দিদির সুরক্ষা কবচ জনসংযোগ শুরু করলেন। বারাবনি ব্লকের দোমহানী গ্রামে জনসংযোগে যান এলাকার বিধায়ক। প্রাথমিক গ্রাম্য কেন্দ্র থেকে শুরু করে এলাকার শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেন। কথা বলেন সাধারন মানুষের বাড়িতে গিয়েও।তাছাড়া তিনি দোমহানি পঞ্চায়েতের কর্মীদের সাথেও কথা বলেন,কথা বলেন স্বাস্থ্য কেন্দ্রের আই সিডি এস কেন্দ্রের কর্মীদের সাথে তাঁদের অভাব অভিযোগও শুনতে দেখা যায় বিধায়ককে।এদিন তিনি বারাবনী ব্লকের দোমহানী আদি দূর্গামন্দির পাড়ায় মলয় মন্ডল এর বাড়িতে মধ্যাহ্নভোজন করেন ।সেখান থেকে তিনি কেলেজোড়া হাই স্কুলে জান এবং চরণপুর মাঠে একটি সভা করেন ।
.এদিন বিধায়ক জানান জনসংযোগের এরমাধ্যমে আমরা সাধারণ মানুষের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক তৈরি করতে আগ্রহী। তাই আমরা যারা বিধায়ক বা কর্মীরা আছি, তাঁরা সাধারন মানুষের কাছে গিয়ে তাঁদের অভাব অভিযোগ থেকে শুরু করে তাঁদের জীবনে কি কি দরকার বা কি কি পরিষেবা পাওয়া বাকি রয়েছে, সব কথা সোজাসুজি শোনা সম্ভব হচ্ছে।তিনি আরও বলেন, আজ আমি এখানে অনেকের সঙ্গেই কথা বললাম, তাঁদের সব দাবিদাওয়া শুনেছি। এখনও পর্যন্ত যে যে পরিষেবা দেওয়া সম্ভব হয়নি বা যে যে কাজ বাকি আছে, সেগুলো সবই খুব তাড়াতাড়ি মেটানোর চেষ্টা করব।
- युवा व्यवसायी व समाजसेवी आशीष पटेल ने विभिन्न स्थानों पर फहराया गया तिरंगा
- बंगाल एनर्जी लिमिटेड में ‘BEL कप 25-26’ का भव्य समापन, 3000 कर्मचारियों और उनके परिवारों संग मना उत्सव
- Asansol North Point School में हर्षोल्लास के साथ मनाया गया गणतंत्र दिवस
- बंगाल एनर्जी लिमिटेड खड़गपुर प्लांट में धूमधाम से मनाया गया गणतंत्र दिवस
- रानीगंज रोटरी क्लब ने समाज के कई पेशेवर व्यवसायिक लोगों को उत्कृष्ट कार्यो के लिए सम्मानित किया







